২রা ফেব্রুয়ারি তৃতীয় বিবাহবার্ষিকী পালন করেছেন গায়িকা ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষ। জীবনের সেই বিশেষ দিনটি পালন করতে বর নীলাঞ্জনের সঙ্গে কেরল বেড়াতে গিয়েছেন গায়িকা। সেখান থেকে একের পর এক ছবি এবং ভিডিয়ো শেয়ার করছেন। আর বেড়াতে গিয়েই বিপাকে পড়েছেন গায়িকা! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন সেকথা।
রবিবার ইনস্টাগ্রামের হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ইমন। যেখানে চিল চিৎকার করতে দেখা গিয়েছে তাঁকে। গাড়ি পুরো দোলনার মতো দুলছে। মুনিয়ারা ঘুরতে গিয়ে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ইমন। ব্যাপারটা খোলসা করা যাক। কেরলের ‘মুনিয়ারা’ বলে একটি জায়গায় ঘুরতে গিয়ে ঢালু, এবড়ো-খেবড়ো, অমসৃণ রাস্তা দিয়ে গাড়ি করে যেতে হয়েছে তাঁদের। কিন্তু সেই রাস্তা দিয়ে গাড়ি করে যাতায়াত করা মানে যেন কোনও ভয়াবহ অভিজ্ঞতা। রাস্তাটা এতটাই ঢালু যে প্রতি মুহূর্তে মনে হবে এই বুঝি গাড়ি খাদে পড়ে গেল। আরও পড়ুন: ধর্মেন্দ্রর নাতনির বিয়ে, নতুন বর-কনেকে নিয়ে বিশেষ পোস্ট মামা অভয়ের, কী লিখলেন..
মুনিয়ারার ওই রাস্তা দিয়ে যখন গাড়ি যাচ্ছিল ভয়ে একেবারে হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল ইমনের। এমনকি কখনও কখনও ভয়ে চিৎকারও করছিলেন তিনি। ক্যামেরা ঘুরিয়ে সামনের রাস্তাও দেখিয়েছেন। আবার ভয়ের চোটে নীলাঞ্জনের হাত চেপে ধরে বসেছিলেন গায়িকা। তাঁর চোখে-মুখে ভয়ের ছাপ। ভিডিয়োর ক্যাপশনে ইমন লেখেন, 'এমন রোডের উপর দিয়ে যে গাড়ি চলে, তা মুনিয়ারা না গেলে বুঝতেই পারতাম না। এটা বেশ মজার অভিজ্ঞতা সঙ্গে ভয়েরও।' আরও পড়ুন: দস্যি মেয়ের স্বপ্নপূরণ! স্কুবা ডাইভিং করে কী বললেন মিমি
ঘটনায় ইমন একটু ভয় পেলেও নীলাঞ্জন কিন্তু বেশ হাসিখুশি মেজাজেই ছিলেন। দেখেই বোঝা যাচ্ছিল তিনি মজা পেয়েছেন। ইমনকে ভয় পেতে দেখে মশকরা করছিলেন তিনি। এতে খানিক চটেও যান গায়িকা। পোস্টে ইমন অবশ্য জানিয়েছেন, আরও ছবি এবং ভিডিয়ো আসছে। তবে দুজনের কেরল সফর যে ভালোই কাটছে তা বলা বাহুল্য।
৩১ জানুয়ারি ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষের কাগুজে বিয়ের জন্মদিন, থুড়ি বিবাহবার্ষিকী। কিন্তু সে কথা বেমালুম ভুলে গিয়েছিলেন নীলাঞ্জন! এদিন ইমন একটি মজার ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি বলেন যে তাঁর স্বামী, নীলাঞ্জন ঘোষের তাঁদের বিবাহবার্ষিকীর কথা মনে নেই। সেই কথা মনে করাতে কী ঘটল সেটাই এদিন তিনি দেখান ভিডিয়োতে।