প্রেম নিয়ে রাখঢাক রাখা পছন্দ নয় শোভনের। গায়ক টুপটাপ প্রেমেও পড়েন। কটা সময় ইমন চক্রবর্তীর সঙ্গে মাখোমাখো প্রেম ছিল তাঁর, এরপর অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে ডেট করেছেন শোভন। বছর খানেক যেতে না যেতেই খুল্লমখুল্লা রোম্যান্সে দাঁড়ি, আপতত সোহিনী সরকারে মজে শোভন। এটা নাকি তাঁর ‘জীবনের অপরিবর্তনশীল সরকার’। আর সোহিনীর সোশ্যাল মিডিয়াতে এবার বড় মন্তব্য ইমনের। আরও পড়ুন-‘যে সরকার পরিবর্তনশীল নয়’, দূরে থাকা সোহিনীর আবদারে প্রেমের গান ধরলেন শোভন!
দুজনের মধ্যে একটা কমন ফ্যাক্টর রয়েছে। শোভনের প্রক্তন আর বর্তমান তাঁরা! কিন্তু প্রাক্তন আর বর্তমান মানেই যে ঝামেলা কিংবা মন কষাকষি তা নয়, বরং দুজনের মধ্যে পারস্পরিক সম্মান এবং ভালোবাসাও থাকতে পারে, সেটা এখন বলিউডের পাশাপাশি দেখাচ্ছেন টলি তারকারাও। শোভনের হাত ধরে বিয়ে বাড়ি গিয়েছিলেন সোহিনী। সেই বিয়ে বাড়ির আদুরে ছবি পোস্ট করতেই কমেন্ট বক্সে জ্বলজ্বল করছে ইমনের মন্তব্য।
ইমন লিখলেন, ‘তুই আর তো শাড়ি।’ পরনে মেরুন ভেলভেটের ব্লাউজ, আর তামাটে সোনালি রঙা শাড়ি, মাথায় সিঁথি করে খোঁপা বেঁধেছেন, কানে ভারী দুল ও নাকে নোলক, লিপস্টিক লাগানো ঠোঁটে লেগে হাসি। সোহিনীর উপর থেকে চোখ ফেরাতে পারলেন না ইমন। তাঁর মন্তব্যের মজাদার জবাব দিয়েছেন সোহিনী, লেখেন- ‘জাতীয় শাড়ি দিবসে আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হবে’। দুজনের মধ্যে কোনও তিক্ততা নেই, তা স্পষ্ট বোঝা গেল এই মিষ্টি কথোপকথনে।
শোভনের মতোই কম রঙিন নয় সোহিনীর লাভ লাইফ। দীর্ঘদিন অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন তিনি, একটা সময় সহবাস সম্পর্কও ছিল তাঁদের। কিন্তু কাঙ্খিত পরিণতি পায়নি সম্পর্ক। আলাদা পথ বেছে নিয়েছেন দুজনে।
শোভন-স্বস্তিকার ব্রেকআপের পর অযাচিত কারণে ইমনের নাম নিয়ে টানাটানি করা হয়েছিল। নিন্দকদের মতে, প্রাক্তন ইমনের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি ভেঙেছে সম্পর্ক। প্রকাশ্যেই সেই নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন ইমন, জানিয়েছিলেন- ‘শোভনের ভাল চেয়েছি এখনও ভাল চাই। স্বস্তিকার-শোভন দু’জনের সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি জানি না ব্রেকআপ হয়েছে কিনা, আমি চাই না হোক’। শোভনের সঙ্গে এখনও বন্ধুত্ব টিকে রয়েছে ইমনের। কিন্তু শোভন, ইমনের জীবনের ‘ক্লোজড চ্যাপ্টার’। শোভনকে ভুলে নীলাঞ্জনের সঙ্গে সংসার পেতেছেন ইমন, তিনি এখন হ্যাপিলি ম্যারেড।
মাস কয়েক ধরেই শোভন-সোহিনীর প্রেমের জল্পনা শোনা যাচ্ছিল, এরপর গত নভেম্বরে ফেসবুকে সোহিনীকে বুকে টেনে ছবি দিয়েছিলেন শোভন। লিখেছিলেন, ‘শেষ সবকিছু তোমার জন্য তোলা থাকল।’ যদিও পরে সেই পোস্ট মুছে দেন শোভন। এরপরেও আকারে ইঙ্গিতে ভালোবাসার কথা প্রকাশ করেছেন তাঁরা। দুদিন আগে ইনস্টাগ্রামে শোভনের সঙ্গ রোম্যান্টিক ছবি দিয়ে নিজেদের সম্পর্ককে ইনস্টা অফিসিয়্যাল করে দিয়েছেন সোহিনীও!