সুশান্তের মৃত্যুর পর থেকে চর্চায় উঠে এসেছিলেন রিয়া চক্রবর্তী। অভিনেতার মৃত্যুর পর থেকে একাধিক বিতর্কে জড়িয়েছে তাঁর নাম। শুনতে হয়েছে নানা কটূ মন্তব্য। এমনকি বাদ যায়নি হাজতবাস। মাদক কাণ্ডে পর্যন্ত জড়িয়েছিল তাঁর নাম। এসব ঘটনার পর প্রায় সাড়ে তিন বছর কেটে গিয়েছে। সময় এগিয়েছে অনেকটাই। নিজের মতো এবার সবটা একটু একটু করে গুছিয়ে নিচ্ছেন রিয়া। আর তার মধ্যেই ফের গন্ডগোল দেখা গেল। ভাইয়ের সঙ্গেই প্রেম করছেন অভিনেত্রী? কিন্তু এমন কথা উঠতেই কেন চটে গেলেন তিনি?
ভাইয়ের সঙ্গে প্রেম করছেন রিয়া চক্রবর্তী?
সদ্যই রটে গিয়েছিল রিয়ার চক্রবর্তী নাকি তাঁরই ভাইয়ের সঙ্গে প্রেম করছেন। কিন্তু বিষয়টা একেবারেই তেমনটা নয়। বরং এই কথা শুনেই মেজাজ হারালেন অভিনেত্রী।
আরও পড়ুন: 'তোর জীবনও শেষ করে দেবে...' নিজেই ভাই মুকেশের ব্যাপারে বিক্রমকে সাবধান করেন মহেশ ভাট! কেন?
আরও পড়ুন: মৃত্যুর পর অর্ণবকে নিয়ে ভয় পাচ্ছেন পৌষমিতা! কাজে ফিরে কেন বললেন 'পরপারে বকুনি খাব...'
সদ্যই সাত পাকে বাঁধা পড়েছেন আমির খানের মেয়ে ইরা খান। সেখানেই আমন্ত্রিত ছিলেন রিয়া। সঙ্গে ছিলেন তাঁর ভাই সৌভিক চক্রবর্তীও। কিন্তু পাপারাৎজিরা মোটেই চিনতে পারেননি তাঁকে। বরং সৌভিককে দেখে ভাবেন তিনি বুঝি রিয়ার নতুন প্রেমিক। সেটা দেখে কেউ কেউ 'দারুণ জুটি' বলেও চেঁচিয়ে ওঠেন। এটা শুনেই রেগে যান রিয়া। মেজাজ হারিয়ে ধমক দিয়ে বলে ওঠেন, 'আপনাদের জন্যই এই সব ভুলভাল গুজব রটে যায় জানেন তো? যা পারেন সেটা বলে দেন। আর সেগুলোই সবাই বিশ্বাস করে নেন।'
এদিন রিয়া চক্রবর্তীকে একটি সাদা শার্ট এবং ব্রালেট পরে থাকতে দেখা যায়। অন্যদিকে তাঁর ভাই পরে এসেছিলেন কালো স্যুট। তাঁরা একসঙ্গেই এই অনুষ্ঠানে এসেছিলেন। তখন ঘটে এই কাণ্ড।
আরও পড়ুন: দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেকে বিশেষ স্বীকৃতি দ্য আকাদেমির! শাহরুখ-কাজলের ছবি পেল কোন সম্মান?
প্রসঙ্গত রিয়ার সঙ্গে সৌভিকেরও মাদক কাণ্ডে নাম জড়িয়েছিল। তিনিও জেলে ছিলেন বেশ কয়েকদিন। সুশান্ত সিং রাজপুত মৃত্যুর আগে রিয়ার সঙ্গেই লিভ ইন করতেন। ফলে তাঁর মৃত্যুর পর রিয়া এবং তাঁর পরিবারকে অনেক কিছুর মধ্যে দিয়েই যেতে হয়েছে। তবে সেসব ঘটনা অতীত হলেও এখনও কাজে শেষভাবে কামব্যাক করতে পারেননি অভিনেত্রী।