‘শ্রীময়ী’র সুবাদে ছোটপর্দার পরিচিত নাম সুদীপ মুখোপাধ্যায়। তবে একটা ব্যাডবয় ইমেজ তো আছেই, ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে যেন সেটাই ফুটে উঠল এবারে। দর্শকদের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন সুদীপা আর পৃথা চক্রবর্তী। সেখানেই সোশ্যাল মিডিয়ায় এই অসমবয়সের জুটিকে নিয়ে যে তির্যক মন্তব্য পড়ে তা শোনালেন সঞ্চালক জিৎ।
একজন কমেন্ট করেছেন সুদীপ আর পৃথার সম্পর্ক বাস্তবেও ‘শ্রীময়ী’র মতো। পুরনো স্ত্রীকে ডিভোর্স দিয়ে বিয়ে করেছেন একজন অল্পবয়সী মহিলাকে। আরেকজন লিখেছেন, ‘পৃথা কি সুদীপকে টাকার জন্য বিয়ে করেছে, নাকি কোনও ভালো অল্প বয়সী ছেলে ছিল না?’
দুটো প্রশ্নের জবাবই দিতে দেখা যায় সুদীপ আর পৃথাকে। যেখানে ‘শ্রীময়ী’র অনিন্দ্য দাবি করেন, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলেও এখনও সম্পর্ক রয়েছে বন্ধুত্বের। প্রথম বিয়ে থেকে যে সন্তান আছে তারও যত্ন নেন দু'জনে মিলে। এমনকী, পৃথাও জানান সুদীপের প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুর মতো। তিনি এই বিষয়ে খুব ‘কুল’। আরও পড়ুন: ‘টাকা সব পারে’, তিন-তিনবার বাচ্চা নষ্ট করা নিয়ে জবাব সম্রাট-ময়নার!
সঙ্গে দ্বিতীয় প্রশ্নের উত্তরে পৃথা জানান, তিনি মনের মানুষকে সত্যি কোনও অল্প বয়সী পুরুষের মধ্যে খুঁজে পাননি। আর কথার মাঝেই সুদীপের জবাব, ‘কিন্তু আমার তো টাকা নেই। সাইকেল নিয়ে যাতায়াত করি। পিৎজা খেতে পারি মা, মুড়ি খাই।’ যদিও হাসিমজার শেষে পৃথার স্পষ্ট জবাব, ‘সুদীপের টাকা থাকলেও, আমি টাকার জন্য বিয়ে করিনি।’
হেসে-খেলে ৬ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন সুদীপ-পৃথা। তাঁদের দুই পুত্র, ঋদ্ধি আর বালি। টেলিভিশনের পর্দার আদর্শ স্বামী না হলেও বাস্তবে কিন্তু 'পত্নীনিষ্ঠ ভদ্রলোক' সুদীপ মুখোপাধ্যায়।