সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল অভিনেতা আর মাধবন। এর পিছনের কারণ হল, বেমাক্কা বলে বসেছেন হিন্দু ক্যালেন্ডার দেখে নাকি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) নাকি হিন্দু ক্যালেন্ডার দেখে মঙ্গলযান পাঠিয়েছে মাহাকাশে। আর তা নিয়েই চলছে খুব হাসাহাসি।
সোশ্যাল মিডিয়ায় ম্যাডির যে ভিডিয়ো ভাইরাল তাতে বলতে শোনা যাচ্ছে হিন্দু ক্যালেন্ডার পাঞ্চাংই নাকি সাহায্য করেছে সফল ভাবে মঙ্গলগ্রহে মহাকাশযান পাঠাতে।
‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’ ছবির প্রচারে গিয়ে ইসরো নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন মাধবন। নিজের বক্তব্যের মাঝে অভিনেতা-পরিচালক জানান, ইসরোর বিজ্ঞানীরা ভারতীয় হিন্দু ক্যালেন্ডারে দিনক্ষণ দেখে মঙ্গলের কক্ষপথে রকেট পাঠিয়েছিলেন। তাই সেটা সফল হয়। তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। নেটপাড়ার দাবি, মহাকাশবিজ্ঞান কেউ বুঝতে নাই পারেন। সবার পক্ষে সেটা সম্ভবও নয়। কিন্তু না জানা জিনিস নিয়ে বেশি মুখ না খোলাই ভালো। ইতিমধ্যেই তাঁকে নিয়ে বানানো মিম ভিডিয়ো ট্রেন্ড করতে শুরু করে দিয়েছে টুইটারে।
মাধবনের তামিলে বলা কথাগুলো ইংরেজিতে অনুবাদ করে দিয়ে একজন টুইট করেছেন, ‘ওঁর কথার মূল বক্তব্য হল ইন্ডিয়ান রকেটে তিনটে ইঞ্জিন (সলিড, লিকুইড, ক্রাইওজেনিক) থাকে না, যা বিদেশের রকেটকে সাহায্য করেছএ মঙ্গলের কক্ষপথে প্রবেশ করতে। আর সেই অভাব পূরণ করতেই ভারতীয়রা ‘পঞ্চঙ্গম’ (হিন্দু ক্যালেন্ডার)-এর তথ্য ব্যবহার করেছিল।’