৮৭ বছর বয়সে সহ-অভিনেত্রীর ঠোঁটে ঠোঁট করে সংবাদ শিরোনামে ধর্মেন্দ্র। করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে ধর্মেন্দ্র-শাবানার চুমু খাওয়ার দৃশ্য নিয়ে আলোচনার শেষ নেই। অনেকেই নাক সিঁটকেছেন এই সিন থেকে, আবার অনেকেই বাহবা দিয়েছেন বর্ষীয়ান অভিনেতাকে। গোটা বিষয় নিয়ে এবার মুখ খুললেন ধর্মেন্দ্র-হেমা কন্যা এষা দেওল।
ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এষা জানান, ‘হ্যাঁ, আমি ছবিটা দেখেছি এবং আমার কাছে এটা খুব আবেগপ্রবণ একটা ছবি। মেয়ে হিসাবে কিছু দৃশ্য বাবাকে ফুটিয়ে তুলতে দেখাটা আমার কাছে খুব কঠিন ছিল। আমি ওঁনাকে প্রচণ্ড ভালোবাসি, দর্শক হিসাবেও আমি ওঁনাকে শ্রদ্ধা করি। তাই হলে বসে নিজেকে বলছিলাম আমি যেন ওঁনার মেয়ে হিসাবে এটা না দেখি। দর্শক হিসাবে ছবিটা দেখি।’ তবে সরাসরি এষা জানাননি, চুমুর দৃশ্য দেখতে গিয়েই অস্বস্তিতে পড়েছিলেন কিনা।
চুমুর দৃশ্য প্রসঙ্গে এর আগে ধর্মেন্দ্র এক সাক্ষাৎকারে জানান, ‘যখন করণ দৃশ্যটি আমায় বর্ণনা করেছিল, তখন আমি উত্তেজিত হইনি, বরং হেসেছিলাম। কারণ, আমি জানতাম, দৃশ্যটি জোর করে নয়, ছবির প্রয়োজনেই রাখা হয়েছে। তাই রাজি হয়ে যাই, করণকে হ্যাঁ, বলি। আমার মনে হয় প্রেমের কোনও বয়স হয় না। বয়স তো শুধুই সংখ্যা। দুটি মানুষ একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসা প্রকাশ করবে। শাবানা কিংবা আমি কেউই এই দৃশ্যের শ্যুটিংয়ের সময় অস্বস্তিতে পড়িনি, নান্দনিকতার সঙ্গেই দৃশ্যের শ্যুটিং হয়েছিল।’
নব্বই ছুঁইছুঁই ধর্মেন্দ্র এখনও পুরোদমে কাজ করে চলেছেন। থামতে জানেন না বলিউডের হি-ম্যান। এষার কথায়, আগেকার হিরোদের মতো চার্ম আর ব্যক্তিত্ব এখনকার তারকাদের নেই। তারকাদের এক ঝলক পেতে ঘন্টার পর ঘন্টা অনুরাগীরা অপেক্ষা করত, সহজে তাঁদের সামনে নিজেদের কথা রাখতে পারত না। সেই কারণেই তাঁরা আজও স্টার।
ধর্মেন্দ্রর অনস্ক্রিন নাতি রণবীর সিং-এরও প্রশংসা শোনা গেল এষার মুখে। ‘ধুম’ খ্যাত নায়িকা জানান, প্রত্যেক ছবির সঙ্গেই আলাদা কিছু করে দেখানোর চেষ্টা করেন রণবীর, যা রীতিমতো প্রশংসনীয়। এষা বলেন, ‘আমি ওকে বহুদিন চিনি,ওর অভিনয়ের জগতে পা রাখার আগে থেকে, তাই আমি জানি ও কী কী করার ক্ষমতা রাখে’। সম্প্রতি এষা দেওল অভিনীত তথা প্রযোজিত ছবি ‘এক দুয়া’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সমাদৃত হয়েছে। খুশি অভিনেত্রী। অভিনেত্রী হওয়ার পাশাপাশি প্রশিক্ষিত ওড়িশি নৃত্যশিল্পী এষা। ভবিষ্যতে ধ্রুপদী নৃত্যের উপর নির্ভরশীল কোনও ছবিতে কাজ করতে আগ্রহী তিনি? এষার জবাব- ‘এই ব্যাপারে আমি এখনই কিছু বলতে পারব না। তবে নিঃসন্দেহে আমি ডান্স নিয়ে কাজ করতে চাই’।