বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘আমরাও আইনি পথে হাঁটব’, নোরার মানহানির মামলা নিয়ে নিয়ে সরব জ্যাকলিনের আইনজীবী

‘আমরাও আইনি পথে হাঁটব’, নোরার মানহানির মামলা নিয়ে নিয়ে সরব জ্যাকলিনের আইনজীবী

নোরার করা মামলা নিয়ে মুখ খুললেন জ্যাকলিনের আইনজীবী। 

নোরার করা মানহানির মামলা নিয়ে এবার মুখ খুললেন জ্যাকলিনের আইনজীবী প্রশান্ত পাটিল। দিলেন ‘পালটা মামলা’ করার হুমকিও। 

নোরা ফতেহির তরফ থেকে জ্যাকলিন ফার্নান্ডেজের নামে করা হয়েছে মানহানির মামলা। নোরার অভিযোগ জ্যাকলিন তাঁর নামে ‘মানহানিকর অভিযোগ’ এনেছেন ‘বিদ্বেষের কারণে’। সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় ইডি-র তদন্তে নাম জড়িয়েছে এই দুই অভিনেত্রীর। দুজনকেই একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। খবর রয়েছে, দুজনেই সুকেশ চন্দ্রশেখরের থেকে নিয়েছিলেন দামি দামি উপহার। তবুও, জ্যাকলিনের নামে নোরার করা মানহানির মামলা অনেককেই অবাক করে দিয়েছে। 

ETimes-কে জ্যাকলিনের আইনজীবী প্রশান্ত পাটিল জানান, ‘জ্যাকলিন কোনও ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার সামনে নোরাকে নিয়ে কোনও মন্তব্য করেনি অই প্রসঙ্গে, নাকি আর কারও নামে। বরং ইডির তদন্তের আপডেট নিয়ে কথা বলা তিনি বারবার এড়িয়ে চলছেন। এখনও তিনি আইনের পবিত্রতা বজায় রেখে চলার চেষ্টা চালাচ্ছেন আর যেহেতু বিষয়টা তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাই মিডিয়ার সামনেও এই নিয়ে কথা বলা এড়িয়ে যাচ্ছেন। সঙ্গে বলতে চাই নোরার করা মামলার কোনও কপি আমাদের হাতে আসেনি। যখনই আমাদের কাছে আসবে কোনও কাগজ বা মাননীয় আদালতের কোনও নির্দেশ, আমরাও পালটি আইনি ব্যবস্থা নেব।’

পাটিল আরও বলেন, আমার মক্কেলের অনেক সম্মান রয়েছে নোরার উপরে। আমার তো মনে হয়েছে কোনও ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। সঙ্গে পাটিল আরও বলেন, ‘যদি জ্যাকলিনকে কোনও আইনি ঝামেলায় টানা হয় তাহলে মর্যাদা ধরে রাখতে তিনিও আইনি ব্যবস্থাই নেবেন।’

 

বন্ধ করুন