জগদ্ধাত্রী ধারাবাহিক বিগত কয়েক মাস ধরেই টিআরপিতে দারুণ ফল করছে। কখনও সবার শীর্ষে থাকছে জি বাংলার এই ধারাবাহিক। কখনও আবার সেরা পাঁচের মধ্যেই নিজের জায়গা অটুট রাখছে। কিন্তু টিআরপির খেলায় যে ধারাবাহিক এত ভালো ফল করছে সেই ধারাবাহিক কি আচমকা বন্ধ করে দিতে চলেছে জি বাংলা? সম্প্রতি এমনই এক কথা হাওয়ায় ভাসছে। এটা কি সত্যি? জগদ্ধাত্রীর বিষয়ে এই গুজব নিয়ে কী বললেন জগদ্ধাত্রী অঙ্কিতা?
জগদ্ধাত্রী ধারাবাহিকের গল্প এখন যেভাবে এগোচ্ছে তাতে দর্শকদের নজর কেড়েছে এই ধারাবাহিক। বছর আগ্রহ। কিন্তু টলিউডের অন্দরে এখন জোর আলোচনা চলছে যে শীঘ্রই শেষ হতে চলেছে এই ধারাবাহিক। ছোট পর্দায় সিরিয়ালের আসা যাওয়া লেগেই থাকে, কিন্তু যে ধারাবাহিক টিআরপির শীর্ষে সেটা কি সত্যি শেষ হবে? এমন কথায় দর্শকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তবে তাঁদের আশ্বস্ত করে অঙ্কিতা জানালেন এমনটা কিছুই ঘটছে না। শেষ হচ্ছে না জগদ্ধাত্রী।
আরও পড়ুন: 'এত ডাউন টু আর্থ...', দেবের প্রশংসায় পঞ্চমুখ পরাণ, 'প্রধান'-এর কোন গুনে মুগ্ধ হলেন অভিনেতা?
আরও পড়ুন: আতশ কাচের নিচে পরম-পিয়ার বিয়ে, ট্রোলারদের একহাত নিয়ে মোক্ষম জবাব ঋত্বিকের
কী জানালেন অঙ্কিতা?
আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অঙ্কিতা জগদ্ধাত্রী প্রসঙ্গে রটে যাওয়া এই গুজব নিয়ে বলেন, 'এটা সম্পূর্ণ ভুল খবর। ভুল তথ্য রটে গিয়েছে। ইন্দ্রানী (দত্ত) ম্যাম যোগ দিচ্ছেন। প্রোমো প্রকাশ্যে এসেছে নতুন। এখনই ধারাবাহিক কী করে শেষ হবে? তাছাড়া আমাদের নম্বরও ভালো আছে। এটা ভুল খবর।'
সাধারণত যে ধারাবাহিক টিআরপিতে ভালো ফল করে সেই ধারাবাহিক তখন শেষ করে না চ্যানেল। ফলে জগদ্ধাত্রী নিয়ে এই খবর রটায় অনেকেই ভয় পেয়েছিলেন। তবে সেটা সম্পূর্ণ ভুল। চলতি সপ্তাহে নিম ফুলের মধু এবং জগদ্ধাত্রী টিআরপি তালিকায় শীর্ষে আছে ৮.১ নম্বর নিয়ে।