১৭ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল এবারের CCL এর ফাইনাল। সেখানেই কর্ণাটককে হারিয়ে বিজয়ী হল বাংলার বেঙ্গল টাইগার্স। শুধুই যে যিশু সেনগুপ্তর নেতৃত্বে এই দল জিতেছে তাই নয়, একই সঙ্গে পেয়েছে একাধিক পুরস্কার।
আরও পড়ুন: 'সব ব্যাঙ্গের জবাব...' CCL - এ বেঙ্গল টাইগার্স জিততেই উচ্ছ্বাসে ভাসছে গোটা টলিউড, কী বলছেন গৌরব - নবনীতারা?
এবারের CCL -এ বাংলা কোন কোন খেতাব পেল?
এবারের CCL এ বাংলার বেঙ্গল টাইগার্স ১২ রানে পরাজিত করেছে কর্ণাটকের দল কর্ণাটক বুলডোজারকে। জ্যামি এবং রাহুল মজুমদারের দুর্দান্ত ব্যাটিংয়ের হাত ধরেই এই জয় এসেছে। ফলে সেই ২০১২ থেকে এই লিগ খেললেও এই প্রথমবার জয় পেল বাংলা। দুবারের চ্যাম্পিয়ন কর্ণাটক বুলডোজারকে হারিয়ে চ্যাম্পিয়ন বেঙ্গল টাইগার্স।
আরও পড়ুন: খুনি খুঁজতে গিয়ে ধন্দে পঙ্কজ ত্রিপাঠি, রহস্য - রোমাঞ্চ - মজায় মোড়া 'মার্ডার মুবারক' কেমন হল?
আরও পড়ুন: ঠিক যেন দম মারো দমের জিনাত! প্রকাশ্যে শ্রীলেখার আইটেম গার্ল লুক, অভিনেত্রীর নাচ দেখা যাবে কোন ছবিতে?
এছাড়া আরও তিনটি খেতাব অর্জন করেছে যিশু সেনগুপ্তর দল। ফাইনালের সেরা ব্যাটসম্যান হয়েছেন রাহুল মজুমদার। ফাইনালের সেরা প্লেয়ার জ্যামি বন্দ্যোপাধ্যায়। এমনকি এই সিরিজের সেরা ব্যাটম্যানের খেতাবও তিনি তাঁর ঝুলিতে পুড়েছেন। অন্যদিকে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন রাহুল মজুমদার।
ফাইনালের সেরা বোলারের তকমা পেয়েছেন কর্ণাটকের কোনদিন। সিরিজের সেরা বোলার হয়েছেন মুম্বই হিরোজের রাজা ভেরওয়ানি।
CCL -এ বাংলার জয়
CCL এ এবার বাংলা জিততেই একাধিক টলিউড তারকা বাংলার দলকে শুভেচ্ছা জানিয়েছেন। দর্শনা বণিক, রণিতা দাস, গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, নবনীতা দাস, সহ অনেকেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন যিশু সেনগুপ্ত এবং তাঁর দলকে।
আরও পড়ুন: যোদ্ধা - বস্তারের ভিড়ে কামাল 'শয়তান' - এর! বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পার অজয়ের ছবির
এদিন CCL এ জিততেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা দল। পরে তাঁদের ড্রেসিং রুমে নাচ করতে দেখা যায়। পুরো পার্টি মুডে ছিল এদিন গোটা দল। একাধিক তারকার স্ত্রীরাও উপস্থিত ছিলেন এদিন মাঠে। যিশু সেনগুপ্তর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত, সৌরভ দাসের নববিবাহিতা স্ত্রীকে দর্শনা বণিক, রাহুল মজুমদারের স্ত্রী প্রীতি সহ আরও অনেককেই দেখা যায়।