পুজোর ঠিক আগেই দ্বিতীয়বার বাবা হয়েছেন জিৎ। গত ১৬ অক্টোবর জিতের সংসারে এসেছে তাঁদের দ্বিতীয় সন্তান। মেয়ের এগারো বছর পর তাঁদের ছেলের আগমন ঘটল। সেই খবর অভিনেতা নিজেই তখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন। এমনকি সন্তান আসার আগেও মোহনা অর্থাৎ অভিনেতার স্ত্রীর ম্যাটারনিটি শুটের একাধিক ছবিও পোস্ট করেছিলেন। আভাস দিয়েছিলেন সন্তান আসার। এবার দিওয়ালির দিন প্রকাশ্যে আনলেন তাঁর দ্বিতীয় সন্তানের ছবি।
জিতের দ্বিতীয় সন্তানের ছবি
জিতের দ্বিতীয় সন্তানের ছবি দেখার জন্য সকলেই মুখিয়ে ছিলেন। অবশেষে ১২ নভেম্বর ইনস্টাগ্রামের স্টোরিতে ছেলের ছবি পোস্ট করলেন জিৎ। সেখানে একই সঙ্গে তাঁদের দীপাবলি উদযাপনের আরও একাধিক ছবিও পোস্ট করেছেন।
জিৎ এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন তাঁর একটিতে তাঁকে সপরিবারে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। একটি ছবিতে ছেলে, মেয়ে এবং স্ত্রীকে নিয়ে পোজ দিয়েছেন। যদিও সেই একরত্তির মুখ প্রকাশ্যে আনেননি। তার মুখের জায়গায় ইমোজি দেওয়া ছিল। এটাই এখন ট্রেন্ড। টলিউড বলুন বা বলিউড সন্তানের ছবি পোস্ট করলেও তাদের মুখের ছবি চট করে অনেকেই প্রকাশ্যে আনতে চান না।
আরও পড়ুন: হলের মধ্যেই রকেট-তুবড়ি জ্বালিয়ে উচ্ছ্বাস সলমন ভক্তদের, টাইগার ৩ দেখতে গিয়ে আতঙ্কিত দর্শকরা
আরও পড়ুন: সুশান্তের কেসে শেষ অভিযুক্তকেও ছেড়ে দিল বম্বে হাইকোর্ট, তিন বছর পর জামিন পেলেন অনুজ
কিছুদিন আগেই গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষের ছেলে ধীর জন্মেছে। তার ছবিও এখনও এই অভিনেতারা প্রকাশ্যে আনেননি। অন্যদিকে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার মেয়ে ভামিকার ছবিও তাঁরা প্রকাশ্যে আনেননি। যদিও স্টার কিডদের নিয়ে দর্শকদের মধ্যে আলাদা মাতামাতি থাকে, কিন্তু কিছু অভিনেতা তাঁদের সন্তানদেরকে লাইমলাইট থেকে আলাদা রাখতে পছন্দ করেন, বিশেষ করে তাঁদের ছোটবেলায়।

দুই সন্তান এবং স্ত্রীর সঙ্গে জিৎ
জিতের আগামী কাজ
আগামীতে জিৎকে মানুষ ছবিতে দেখা যাবে। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে, যা সকলের নজর কেড়েছে। তাঁর সঙ্গে এই ছবিতে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, জিতু কমল, বিদ্যা সিনহা মীম, প্রমুখ। এছাড়া তাঁকে আগামীতে বুমেরাং ছবিতেও দেখা যাবে সেখানে প্রথমবার জুটি বাঁধবেন জিৎ এবং রুক্মিণী মৈত্র।