শ্রীদেবীর সঙ্গে এক মঞ্চে নাচ করেছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। শ্রীদেবী কন্যা জাহ্নবীর কাছে সেই স্মৃতি ভাগ করে নিলেন অভিনেত্রী। সম্প্রতি কালার্স টিভির নাচের রিয়ালিটি শো ‘ঝলক দিখলা জা ১০’-এর আসন্ন পর্বের একটি প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানেই এক মঞ্চে দেখা গিয়েছে মাধুরী এবং জাহ্নবীকে।
প্রোমোর ভিডিয়োতে জাহ্নবীকে মাধুরী বলেন, ‘এই মঞ্চে একসময় আপনার মায়ের সঙ্গে একসঙ্গে নেচেছিলাম আমি। ওটাই প্রথমবার ছিল আমরা একসঙ্গে নেচেছিলাম।’ এরপর, মাধুরী এবং জাহ্নবী ‘দেবদাস’ (২০০২) ছবির ‘কাহে ছেড় মোহে’ গানে নেচেছেন। ছবিতে গানটিতে মূলত মাধুরীকে দেখা গিয়েছে।
আরও পড়ুন: Tritiyo trailer: ‘তৃতীয়’র ট্রেলারেই চমকের পর চমক! রহস্য সন্ধানের অপেক্ষায় টলিউড
প্রসঙ্গত, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ২০১২ সালে ঝলক দিখলা জা এর সমাপ্তি পর্বে অতিথি ছিলেন। তিনি এবং মাধুরী সেই সময় চাঁদনী (১৯৮৯)-র মেরে হাতোঁ মে নউ-নউ, বেটা (১৯৯২) থেকে ধক ধক করনে লাগা এবং ইংলিশ ভিংলিশ (২০১২) থেকে নবরাই মাঝি গানে একসঙ্গে পা মিলিয়েছিলেন।
আরও পড়ুন: সিদ্ধার্থের জীবনে এল অন্য কিয়ারা, লজ্জায় লাল হয়ে উঠলেন অভিনেতা
অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মাধুরীরে শেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘মাজা মা’। অন্যদিকে আগামী ৪ নভেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে জাহ্নবী কাপুর অভিনীত ‘মিলি’।