৭৫ বছরে পা দিলেন কবীর সুমন। এই বয়সে এসে জীবন এবং প্রেম নিয়ে তাঁর কী উপলব্ধি সেটাই জানালেন। বললেন আজও, এই বয়সেও অল্পবয়সীরা তাঁর প্রেমে পড়েন।
আরও পড়ুন: ঠিক যেন দম মারো দমের জিনাত! প্রকাশ্যে শ্রীলেখার আইটেম গার্ল লুক, অভিনেত্রীর নাচ দেখা যাবে কোন ছবিতে?
প্রেম নিয়ে কী বললেন কবীর সুমন?
কবীর সুমন এদিন প্রেম নিয়ে কথা বলতে গিয়ে সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, 'প্রেম চলে গেছে বলে মনে করি না। তবে অভিব্যক্তি বদলে গিয়েছে। আমি এখনও নিয়মিত প্রেমে পড়ি। এমনকি অল্পবয়সীরাও এই বুড়োর প্রেমে পড়ে হামেশাই।'
এদিন তিনি আরও জানান, আজকালকার যুবক যুবতীরা অনেক বেশি ম্যাচিওর। কবীর সুমনের কথায়, 'আজকাল যুবক যুবতীদের মধ্যে যে ম্যাচিওরিটি দেখা যায় সেটা আগে ছিল না। ভাবনা পাল্টেছে, কিন্তু প্রেম না। আসলে কামনায় আমি মুক্ত হয়ে গিয়েছি এখন। সঙ্গমের নিমিত্ত বিয়ে সেটাও এখন আর কেউ মনে করেন না। আসলে মানুষ এবং তাঁদের ভাবনা মুক্ত হয়ে গিয়েছে।'
এদিন কবীর সুমন আরও জানান, 'প্রেম সোবার হতে পারে না। প্রেমে পাগলামি থাকতে হয়।'
প্রসঙ্গত কবীর সুমনের ১৬ মার্চ জন্মদিন ছিল। এদিন তিনি ৭৫ বছরে পা দিলেন। তাঁর ৭৫ বছরের জন্মদিন উপলক্ষ্যে ১৭ মার্চ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত কিছুদিন আগে জনপ্রিয় বর্ষীয়ান গায়ক তাঁর একটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি সম্প্রতি ফেসবুকের পাতায় একটি পোস্ট করে জানান তাঁর বাকি জীবনটা অর্থাৎ জীবনের শেষ ভাগটা বাংলাদেশেই কাটাতে চান। তিনি ভারতে থাকতে চান না। এমনকি গায়কের অনুরোধ তাঁর মৃত্যুর পর যেন তাঁর দেহ বাংলাদেশে পাঠানো হয়। সেখানকার কোনও হাসপাতালের কাজে যেন তাঁর দেহকে ব্যবহার করা হয়।