দেব-প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের আসন্ন ছবি ‘কাছের মানুষ'। মুক্তি পেয়েছে ছবির নতুন গান ‘মুক্তি দাও’। গানটি গেয়েছেন সোনু নিগম। শুক্রবার কলকাতার সাউথ সিটি মলে গান লঞ্চে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ছবির তারকারা এবং গায়ক নিজে। এ দিন গান লঞ্চের অনুষ্ঠানে সোনু নিগমকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন উপস্থিত অনুরাগীরা।
সোশ্যাল মিডিয়ায় ‘কাছের মানুষ'-এর গান ‘মুক্তি দাও’ লঞ্চের ঝলক শেয়ার করেছেন দেব। এ দিন সোনু নিগমের সুরেলা গলায় গমগম করে উঠেছিল সাউথ সিটি। অনুরাগীদের ঢল, ঝলমলে আলোয় জমে উঠেছিল গান লঞ্চের অনুষ্ঠান। গানের লঞ্চ ইভেন্ট গানে-গানে জমজমাট।
আরও পড়ুন: ক্যানসারে প্রয়াত অক্ষয়ের হেয়ার স্টাইলিস্ট, পরিবারের দায়িত্ব নিতে চান অভিনেতা
গত বছর ‘মহালয়া’য় এই ছবির আনুষ্ঠিক ঘোষণা সেরেছিলেন দেব। তারপর থেকেই ছবি ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। পুজোর বক্স অফিসে টলিউডের দুই সুপারস্টারকে একসঙ্গে পর্দায় দেখতে আগ্রহী দর্শক। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।
আরও পড়ুন: ‘অনেক প্রশ্ন ছিল, সব উত্তর দিতেন শাহরুখ’, ব্রহ্মাস্ত্র শ্যুটিং প্রসঙ্গে মৌনি
‘কাছের মানুষ’ পরিচালনার দায়িত্বে রয়েছেন পথিকৃত বসু। এই ছবিতে দেব ছাড়াও মুখ্য চরিত্রে দেখা মিলবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। দেবের বিপরীতে রয়েছেন ইশা সাহা। অভিনব কায়দায় চলছে ছবির প্রচার। দেব-ইশার এই রসায়ন বড় পর্দায় দেখা যাবে আগামি ৩০শে সেপ্টেম্বর।