শুক্রবার আচমকাই নেটপাড়ার বাসিন্দাদের সকলকে চমকে দিলেন কাজল। এদিন দুপুরে অনুরাগীদের হতাশ করে সোশ্যাল মিডিয়া নিয়ে বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন কাজল। জানালেন, সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার কথা।
শুক্রবার দুপুরে ইনস্টাগ্রামে বড় কালো ব্যাকগ্রাউন্ডে কাজল লেখেন, ‘জীবনের সব থেকে কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।’ ক্যাপশানে লেখেন, ‘সোশ্য়াল মিডিয়া থেকে বিরতি নিলাম।’ তবে কী হয়েছে? কেন এমন পদক্ষেপ এসব কোনও কিছু নিয়েই বিশেষ খোলসা করেননি অভিনেত্রী।
যদিও ইনস্টাগ্রামে খুব বেশি অ্যাক্টিভ থাকতে কখনওই বিশেষ দেখা যায়নি কাজলকে। সাধারণত, স্বামী অজয় দেবগন, ছেলেমেয়ে নাইসা, যুগকে নিয়ে নানান পোস্ট করতে দেখা যেত অভিনেত্রীকে। কখনও আবার তাঁকে স্মৃতির পাতা থেকে পুরনো নানান কিছু শেয়ার করতেও দেখা যেত কাজলকে। সম্প্রতি নিজের বেশকিছু ছবির বর্ষপূর্তিতে কিছু পোস্ট করেছিলেন অভিনেত্রী।
কাজলের সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তে নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। কেউ লিখেছেন, ‘ঠিক আছে অসুবিধা নেই, আপনি ফেরার জন্য সময় নিতে পারেন।’ কারোর মন্তব্য, ‘যেকোনও সমস্যার মোকাবিলা করার জন্য আপনি যথেষ্ঠ শক্ত মানুষ।’ কেউ লিখেছেন, ‘আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে, আপনি ধৈর্যের সঙ্গে এই প্রচেষ্টায় সফল হবেন।’ কারোর প্রশ্ন, 'কিন্তু কেন?', কেউ পরামর্শ দিয়েছেন, ‘দীর্ঘশ্বাস নিন, আবার ফিরে আসুন…’। এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
গত সপ্তাহে ক্রাইম থ্রিলার ‘দুশমন’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে পোস্ট করেছিলেন কাজল। ১৯৯২ সালে ‘বেখুদি’ ছবির হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখেন কাজল। বিপরীতে ছিলেন কমল সাধনা। পারিবারিক দিক থেকে কাজলের মা তনুজা খ্যতনামা অভিনেত্রী, তাঁর মাসী নূতনও অভিনেত্রী। বাবা সমু মুখোপাধ্যায় ছিলেন পরিচালক ও প্রযোজক।