বাংলায় একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। অঙ্কুশ হাজরার মেমবউ ছবিতে নজর কেড়েছিলেন। এবার বাংলা নিয়ে কী জানালেন অ্যালেক্সজান্দ্রা টেলর?
কী বললেন অ্যালেক্সজান্দ্রা টেলর?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অ্যালেক্সজান্দ্রা টেলর জানিয়েছেন, 'আমার গোটা জীবনে আমার কখনও বন্ধু ছিল না। আমি জানি না কেন। হয়তো আমি ইংল্যান্ডের সংস্কৃতির সঙ্গে কখনই নিজেকে মেলাতে পারিনি। মানানসই নই। এই কথাটা আমি কখনও কোথাও বলি না। লুকিয়েই রাখি। আসলে লজ্জা লাগে।'
আরও পড়ুন: বইয়ের পাতা থেকে সোজা পর্দায়! আবিরের হাত ধরে পাহাড়ে পাড়ি 'বাবলি' শুভশ্রীর! প্রকাশ্যে পোস্টার
আরও পড়ুন: ডন হয়ে আত্মপ্রকাশ রণবীরের? বরের 'তা' দেওয়া পেল্লাই গোঁফ দেখে একি কাণ্ড করে বসলেন দীপিকা!
এরপর অ্যালেক্সজান্দ্রা বলেন, 'আমার যখন প্রায় ২০ বছর বয়স তখন আমার খুবই একা লাগত। এরপর আমি কলকাতায় চলে আসি। আমার এখানে এসে মনে হয় এখানকার মানুষ আমার খুব কাছের। ওখানকার লোকজন আসলে খুবই চাপা, নাক উঁচু ধরনের। অহংকারীও বটে। আমি এরকম নই। কখনই ছিলাম না। আমি রাস্তায় দাঁড়িয়ে খেতে পছন্দ করি। মজা করতে পছন্দ করি। চায়ের দোকান থেকে চা করি। কিন্তু আমার বাড়ির লোকজন এসব করবে না।'
বিয়ে নিয়ে কী জানালেন?
অ্যালেক্সজান্দ্রা টেলর এদিন বিয়ে প্রসঙ্গে জানান তিনি বাঙালি ছেলেকেই বিয়ে করতে চান। অ্যালেক্সজান্দ্রার কথায়, 'আমি প্রেম করছি না। কিন্তু বন্ধুদের সঙ্গে কফি খেতে যাই। কিন্তু সেটা ঠিক ডেট নয়। তবে আমি কলকাতাতেই সেটেল করতে চাই। এখানেই বাঙালি ছেলেকে বিয়ে করতে চাই।'
আরও পড়ুন: কালো লেহেঙ্গায় যেন অপ্সরা বজরঙ্গী ভাইজানের মুন্নি! ইদের শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন হর্ষালি?
তাঁর এই বক্তব্য শুনে কটাক্ষের বন্যা বইয়েছেন নেট নাগরিকরা। এক ব্যক্তি লেখেন, 'বাঙালি ছেলেরা সবসময়ই আকর্ষণীয়, সে নেতাজি হন বা অন্য কেউ।' কেউ আবার তাঁর হাসি বা কথা বলার ধরন দেখে ট্রোল করেছেন।