তৃতীয়বার বিয়ে করে ফেলেছেন কাঞ্চন মল্লিক। এতদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তীদের ৩টি বিয়ে নিয়ে কতই না মিম বানানো হত! এবার সেই দলে নাম লিখিয়েছেন কাঞ্চনও। আপাতত তুমুল আলোচনা সর্বত্র। অভিনেতা, তৃণমূলের বিধায়ককে এক নজরে দেখে বোঝা রীতিমতো মুশকিল যে, তাঁর উপর এভাবে পাগল হতে পারেন মেয়েরা!
কাঞ্চন মল্লিক তৃতীয় বিয়ে করেছেন টেলিভিশনে পার্শ্ব চরিত্রে কাজ করা শ্রীময়ী চট্টোরাজকে। বছর তিনেক ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা ছিল। এমনকী, কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি চট্টরাজই প্রথম প্রকাশ্যে এনেছিল কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্ক। ২০২৩ সালের জানুয়ারিতে মোটা অঙ্কের টাকা খোরপোশ দিয়ে ডিভোর্স পান কাঞ্চন। আর তারপর ১৪ ফেব্রুয়ারি সই-সাবুদ করে বিয়ে করে নেন শ্রীময়ীকে।
আরও পড়ুন: পর্ণার কেরামতিতে উপরে নিম ফুলের মধু, ফুলকি-জগদ্ধাত্রীকে হারিয়ে টিআরপি টপার?
এই খবর নিয়ে যখন নানা আলোচনা সামাজিক মাধ্যমে, তখনই ভাইরাল একটি পুরনো ভিডিয়ো কাঞ্চনের। যেখানে তিনি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের শো ‘অপুর সংসার’-এর সেটে বসে বলছেন, কিভাবে তাঁকে অন্তর্বাস পরা অবস্থায় হোটেলের লবিতে বের করে দিয়েছিলেন যিশু।
দেখা যাচ্ছে সেই ভিডিয়োতে শাশ্বত কাঞ্চনকে প্রশ্ন করছেন, সুযোগ পেলে টলিউডের কার সঙ্গে বাজি লড়বেন? তাতে অভিনেতা সঙ্গে সঙ্গে বলেন, আর যাই হোক যিশুর সঙ্গে নাকি খেলবেন না!
কারণ কী? সেটাও জানালেন নিজের মুখে। বেশ কিছু বছর আগের কথা। তখন একসঙ্গে শো করতেন তাঁরা। একদিন শো সেরে হোটেলের ঘরে ফিরেছেন। হঠাৎই পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে এসে হাজির যিশু। এমনকী, কাঞ্চনকে দেখিয়ে এক চক্কর দিয়েও এলেন ঘর থেকে বেরিয়ে, হোটোলের লবিতে। তারপর চ্যালেঞ্চ ছুঁড়লেন কাঞ্চনকে। তাঁকেও করে দেখাতে হবে!
আরও পড়ুন: মা শ্বেতা আর দিদি নভ্যা নাকি জয়া-র মতো! বচ্চন বাড়ির মেয়েদের নিয়ে বললেন অগস্ত্য
কাঞ্চনও বন্ধু, সহকর্মীর থেকে উৎসাহ পেয়ে শুধু জাঙ্গিয়া পরেই ঘরের বাইরে আসেন। ওমা, তখনই ভিতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেন যিশু। এখানেই শেষ নয়, ফোন করেন সোজা হোটোলের অফিসে। অনুরোধ, পাঠাতে হবে দুটো জলের বোতল। এদিকে ওভাবে বাইরে তখনও কাঞ্চন। পাগলের মতো দরজা ধাক্কাচ্ছেন! আর ভয় পাচ্ছেন, এই বুঝি সিঁড়ি বেয়ে বা লিফট দিয়ে চলে এল হোটেলের বেয়ারা। কাঞ্চনের মুখে এমন কথা শুনে, হাসি থামাতে পারেননি শাশ্বত চট্টোপাধ্যায়। হাসির রোল ওঠে সেটে অবস্থিত দর্শকদের মধ্যেও।
আরও পড়ুন: দিব্যা-ভূষণের ডিভোর্সের জল্পনায় মুখ খুলল টি-সিরিজের এক কর্মী, সামনে এল বড় তথ্য
এই অনুষ্ঠানটি বেস কিছু বছরের পুরনো হলেও, এই অংশের ক্লিপিংসটি নতুন করে ভাইরাল। একজন লিখলেন, ‘কেউ বলবে লিকপিকে কাঞ্চনও ৩টে বিয়ে করে ফেলল। এরপর মানুষ আরও জিমে যাবে না।’ আরেকজন লিখল, ‘জন্মে ভাবিনি এই লোকটারও এরকম লেডি কিলার ইমেজ থাকতে পারে।’