বছরখানেক আগেই করণ জোহর আর কার্তিক আরিয়ানের ঝামেলা নিয়ে কম চর্চা হয়নি। ধর্মা প্রোডাকশনের সিনেমা থেকে হঠাৎই সরে দাঁড়ান (নাকি সরিয়ে দেওয়া হয় বললে ভালো) কার্তিক। এমন অবস্থা হয় যে দোস্তানা ২ সিনেমাটাই স্থগিত করে দেওয়া হয়।
তবে করণ আর কার্তিকের মান-অভিমানের বরফ গলার ইঙ্গিত আহেই পাওয়া গিয়েছিল। বুধবার একটি পোস্ট শেয়ার করলেন করণ জোহর ইনস্টাগ্রামে। করে ফেললেন নতুন ছবির ঘোষণা। যার প্রযোজনা করবে ধর্মা প্রোডাকশন ও বালাজি টেলিফিল্মস। পরিচালনা করবেন সন্দীপ মোদী। আপাতত শুধু কার্তিক আরিয়ানের নামই সামনে এসেছে। সিনেমার নাম বা আর কে কে থাকছে এই প্রোজেক্টে, তা জানানো বাকি। ২০২৫ সালের ১৫ অগস্ট মুক্তি পাবে এই সিনেমা।
ছবির ঘোষণা করে করণ ক্যাপশনে লিখলেন, ‘বিশেষ দিন কিছু বিশেষ খবর নিয়ে দিয়ে শুরু করছি!! অসাধারণ প্রতিভাবান @sandeipm দ্বারা পরিচালিত একটি সিনেমা আসছে। যা যৌথভাবে প্রযোজনা করবে @dharmamovies এবং @balajimotionpictures একসঙ্গে। ঘোষণা করতে পেরে অত্যন্ত রোমাঞ্চিত। ২০২৫ সালের ১৫ অগস্ট সিনেমা হলে আসতে চলা এই সিনেমার জন্য আমরা মুখ্য চরিত্রে নিয়েছি সর্বোচ্চ প্রতিভাবান @kartikaaryan-কে। এই ঘোষণা করতে পেরে আমি ভীষণ আনন্দিত। কার্তিক, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। আমাদের এই একসঙ্গে পথচলা যেন আরও শক্তিশালী হয় এবং কখনই বড় পর্দায় জাদু তৈরি করা বন্ধ না করে কখনও।’
কার্তিক আরিয়ানও তাঁর এই নতুন সিনেমা নিয়ে করলেন পোস্ট। লিখলেন, ‘বীরত্ব ও ত্যাগে পরিপূর্ণ আমাদের গৌরবময় ভারতীয় ইতিহাসের একটি অবিস্মরণীয় অধ্যায় এখন আমার জীবনের অংশ হতে চলেছে। আমার হৃদয়ের খুব কাছের একটি বিষয়... অত্যন্ত প্রতিভাবান @sandeipm এর সঙ্গে নতুন যাত্রা শুরু করতে পেরে গর্বিত এবং উত্তেজিত। সঙ্গে থাকছেন পাওয়ার হাউস @karanjohar এবং @ektarkapoor’
২০২১ সালের এপ্রিল মাসে আচমকাই দোস্তানা ২ থেকে সরিয়ে দেওয়া হয় কার্তিক আরিয়ানকে। বলিউডে কানাঘুষো শোনা গিয়েছিল পারিশ্রমিকের অঙ্ক নিয়ে বনিবনা না হওয়াতেই নাকি এমন ঘটনা ঘটেছিল। করোনা পরবর্তী সময়ে আচমকা নিজের দর বাড়িয়ে মোটা টাকা চেয়ে বসেছিলেন কার্তিক। যাতে চটে যান করণ।
দোস্তানা ২ থেকে বাদ পড়ার কারণ নিয়ে মুখ খুলে কার্তিক একবার জানিয়েছিলেন, ‘এমনটা কখনও কখনও ঘটে। এটা নিয়ে আগে কখনও কথা বলিনি। আসলে আমার মা আমাকে সেই শিক্ষা দেয়নি, এগুলো আমার মূল্যবোধ। যখন দু’জন মানুষের মধ্যে কোনও ঝামেলা হয় আমার মনে হয় সেটা নিয়ে বয়সে ছোট ব্যক্তির প্রকাশ্যে কথা বলা ঠিক নয়। আমি সেটাই মেনে চলেছি।’ তবে বেশি টাকা নেওয়ার কথা মানতে চাননি কার্তিক আরিয়ান। চিত্রনাট্য পছন্দ না হওয়াতেই বেঁকে বসেছিলেন, এমনটাই দাবি করেন। করণও সেভাবে কখনোই মুখ খোলেননি এই ঝামেলা নিয়ে।