বাংলা নিউজ > বায়োস্কোপ > Karan Johar-Alia Bhatt: সারা ক্ষণ শুধু 'আলিয়া আলিয়া'! নিজেরই চ্যাট শোয়ে কটাক্ষের মুখে করণ

Karan Johar-Alia Bhatt: সারা ক্ষণ শুধু 'আলিয়া আলিয়া'! নিজেরই চ্যাট শোয়ে কটাক্ষের মুখে করণ

আলিয়ার সঙ্গে করণের সখ্যের কথা কারও অজানা নয়।

Koffee with Karan Season 7: করণের এই আলিয়া-প্রীতি নিয়ে সমালোচনাও নেহাত কম হয়নি। অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে এ বিষয়ে মুখ খুললেন সঞ্চালক। বলা ভালো, প্রশ্ন করলেন।

আলিয়া ভাটের স্নেহে নাকি চোখে ঠুলি পরেছেন তিনি! করণ জোহরকে নিয়ে এ হেন অভিযোগ মাঝেমধ্যেই ভেসে ওঠে নেটমাধ্যমে। তা নিয়ে চর্চাও চলে বিস্তর। 'কফি উইথ করণ'-এর নতুন সিজন সেই চর্চার আগুনেই ঘৃতাহুতি করে। অনুষ্ঠানের একাধিক পর্বে মহেশ-কন্যার ভূয়সী প্রশংসা করেছেন করণ। কখনও কখনও বিশেষ কোনও কারণ ছাড়াই আলিয়ার প্রসঙ্গ তুলতে দেখা গিয়েছে তাঁকে।

করণের এই আলিয়া-প্রীতি নিয়ে সমালোচনাও নেহাত কম হয়নি। অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে এ বিষয়ে মুখ খুললেন সঞ্চালক। বলা ভালো, প্রশ্ন করলেন। 'কফি উইথ করণ'-এর 'ফিনালে'-তে করণের অতিথি হয়ে আসেন জনপ্রিয় চার কন্টেন্ট ক্রিয়েটর। তন্ময় ভাট, দানিশ সইত, কুশা কপিলা এবং নীহারিকা এনএম। তাঁদের কাছে সঞ্চালকের প্রশ্ন, 'সবাই বলে, আমি আলিয়া ভাটকে নিয়ে বড্ড বেশি কথা বলি। সত্যিই কি তাই?'

করণের এই প্রশ্নের উত্তর দিয়েছেন দানিশ। রসিকতা করে বলেছেন, 'ব্রহ্মাস্ত্র' ছবিতে আলিয়া যতবার 'শিবা শিবা' করেছেন, 'কফি উইথ করণ'-এও প্রায় তত বারই অভিনেত্রীর নাম তুলেছেন করণ। দানিশের উত্তর শুনে হাসি চেপে রাখতে সঞ্চালক স্বয়ং।

'কফি উইথ করণ'কে বিতর্কের আঁতুড়ঘর তকমা দিলেও ভুল হবে না। তারকাদের হাঁড়ির খবর বার করতে কোনও ত্রুটি রাখেন না সঞ্চালক। তবে তিনিও ছাড় পেলেন না শেষমেশ। করণের প্রাক্তনের নাম জানতে চান তাঁর অতিথিরা। পরিচালক যদিও মুখে কুলুপ এঁটেছিলেন।

(আরও পড়ুন: ‘আমার ব্রেকআপ হয়ে গেছে’, গোপন প্রেম সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন করণ)

২৯ তারিখ ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে জনপ্রিয় এই চ্যাট শোয়ের অন্তিম পর্ব। 'কফি উইথ করণ'-এর সপ্তম সিজনে অতিথি হয়েছেন বলিউডের একাধিক প্রথম সারির তারকা। সেই তালিকায় রয়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, করিনা কাপুর খান, আমির খান, অক্ষয় কুমার, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মালহোত্র, গৌরী খান-সহ আরও অনেকেই।

বন্ধ করুন