বাংলা নিউজ > বায়োস্কোপ > Karan Johar on Rocky Aur Rani: রকি ওর রানি কী প্রেম কাহানির শ্যুটিং শেষ হল, করণ জানালেন এই গল্পের নেপথ্য কাহিনি

Karan Johar on Rocky Aur Rani: রকি ওর রানি কী প্রেম কাহানির শ্যুটিং শেষ হল, করণ জানালেন এই গল্পের নেপথ্য কাহিনি

রকি ওর রানি কী প্রেম কাহানির শ্যুটিং শেষ

Karan Johar on Rocky Aur Rani Ki Prem Kahani: অবশেষে রকি ওর রানি কী প্রেম কাহানির শ্যুটিং শেষ করলেন করণ জোহর। আলিয়া ভাট, রণবীর সিং, শাবানা আজমি, ধ্রমেন্দ্র, সহ সমস্ত কলাকুশলীদের ছবি পোস্ট করলেন পরিচালক।

রকি ওর রানি কী প্রেম কাহানি ছবির শ্যুটিং শেষ হল। আর তারপরই একটি আবেগভরা পোস্ট লিখলেন পরিচালক করণ জোহর। এই ছবির মাধ্যমে তিনি আবার পরিচালনায় ফিরে এলেন। ২০১৬ সালে তাঁর শেষ পরিচালিত ছবি এ দিল হ্যায় মুশকিল মুক্তি পায়। সম্প্রতি তিনি রকি ওর রানি কী প্রেম কাহানি ছবির সেট থেকে একাধিক ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে জানান এই ছবির সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। তাঁর বাবা যশ জোহর তাঁকে এই পরিবারের গল্প শুনিয়েছিলেন বলেই জানান করণ।

গালি বয় জুটি, রণবীর আলিয়াকে আবার এখানে দেখা যেতে চলেছে। এছাড়া তাঁদের সঙ্গে এখানে ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, প্রমুখকে দেখা যাবে। করণ সদ্যই এই ছবির সেট থেকে ছবির কলাকুশলীদের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, '৭ বছরও হয়ে গেল আমি কোনও ছবির পরিচালনা করিনি। আমি একটা ছবিতে কাজ করা শুরু করেও মাঝ পথে নানা কারণে থামিয়ে দিই। এরপরই এই ছবি করার পোকা মাথায় নড়ে ওঠে। এই গল্পটির কথা আমি আমার বাবার থেকে শুনেছিলাম যা কিনা একটি পরিবারের সত্য ঘটনার উপর নির্মিত। এরপর আমার সহযোদ্ধারা আমায় সাহায্য করল এই ছবি করতে।'

তিনি আরও বলেন, 'আমি ধন্য হয়ে গিয়েছি এই টিম পেয়ে। এত ভালোবাসা পেয়ে এই টিমকে বিদায় জানানো মুখের কথা নয়। সকলকে ধন্যবাদ জানাচ্ছি যাঁরা আমায় সবটুকুতে সাহায্য করেছেন। এই করোনা, খারাপ পরিস্থিতিতেও কাজ করার জন্য সমস্ত প্রবীণ, বন্ধুদের আমি ধন্যবাদ জানাই। আমি এই সব অভিনেতা অভিনেত্রীদের ধন্যবাদ জানাই আমার ভাবনাকে এত সুন্দর করে পর্দায় ফুটিয়ে তোলার জন্য। অবশেষে আমাদের শ্যুটিং শেষ হল গত রাতে। আমরা আমাদের এক কঠিন পরিশ্রম, মজা, আনন্দের ফসল আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য মুখিয়ে আছি। ২৮ জুলাই ২০২৩ এ মুক্তি পাচ্ছে এই ছবি।'

তাঁর এই পোস্টে জাহ্নবী কাপুর থেকে শিল্পা শেট্টি, অনিল কাপুর, জোয়া আখতার অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ সারছেন অমৃতা সিং এবং সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান। তিনি এই ছবিতে করণকে অ্যাসিস্ট করেছেন। শোনা যাচ্ছে শীঘ্রই তিনি পর্দাতেও ডেবিউ করতে চলেছেন।

বন্ধ করুন