‘ফাইটার’-এর সাফল্যে ভাসছেন অভিনেতা করণ সিং গ্রোভার। সিদ্ধার্থ আনন্দের ছবিতে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেছেন অভিনেতা। সম্প্রতি অভিনেতা খোলামেলা কথা বলেছেন, কীভাবে শ্যুটিংয়ের ব্যস্ত শিডিউল এবং মেয়ে দেবী বসু সিং গ্রোভারের হার্ট সার্জারির জন্য তিনি সময় ব্যালেন্স করেছেন।
২০২২ সালের ১২ই নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী বিপাশা বসু। বিপাশা ও করণ সিং গ্রোভারের মেয়ের নাম রেখেছেন দেবী বসু সিং গ্রোভার। নেহা ধুপিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে দেবীকে নিয়ে ভয়ানক কঠিন এক সত্যি কথা প্রকাশ্যে আনেন বিপাশা। অভিনেত্রী জানিয়েছিলেন, মেয়ের অসুস্থতা নিয়ে জন্মানোর কথা।
কী হয়েছে ছোট্ট দেবীর?
বিপাশা জানান, সন্তান জন্মের পর তিনি জানতে পারেন তাঁর মেয়ের হার্টে দুটো ছিদ্র রয়েছে। অর্থাৎ জন্মসূত্রে ছোট্ট দেবী ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট (ভিএসডি) ভুগছিল। যেকথা জানার পর ভেঙে পড়েন বিপাশা ও করণ। বিপাশা জানিয়েছিলেন, মাত্র ৩ মাস বয়সে তাঁদের মেয়ের ওপেন হার্ট সার্জারি হয়। আরও পড়ুন: ‘এখনও সবাই আমায় নাচতে বলে...’ ২৫ বছর আগে কী এমন করেছিলেন সোনু? বললেন পুরনো কথা
ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জানিয়েছেন, ‘খুবই গুরুতর ছিল। তাছাড়া সত্যি বলতে সামনে থাকলেও আমি ভালো সামলাতে পারিনি। আমি মেঝেতে জলের মতো ছিলাম। আমি মনে হয় বিপাশাই পেরেছে (বসু)…. এসবের মধ্যে দিয়ে গিয়ে সামলানো এবং নিজেকে শক্ত করে ধরে রাখা। কারণ আমি সত্যিই অনুভব করেছিলাম যে, এসবের মধ্যে দিয়ে যাওয়ার থেকে আমার কাছে নিজের মৃত্যুটা সহজ। আমার মনে আছে আমরা যখন হাসপাতালে ছিলাম, এবং দেবীকে ডাক্তারদের কাছে দেওয়ার কথা ছিল কারণ ওর অস্ত্রোপচার হওয়ার কথা। সেই সময় মনে হয়েছিল আমার যেন হাত, পা, মুখ নেই’। আরও পড়ুন: ভালোবাসা এখনও তাজা! আদুরে পোষ্যকে নিয়ে সুমনার পোস্টে চোখে জল সকলের
স্ত্রী বিপাশা বসু সম্পর্কে বলতে গিয়ে করণ সিং গ্রোভার জানিয়েছেন, ‘ও সিংহী! আমার স্ত্রী… একজন খুব শক্তিশালী ব্যক্তিত্ব। কিন্তু তারপরে, মা হওয়ার পাশাপাশি ও যেন ভগবান’।
নেহার সঙ্গে সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছিলেন, 'যখন দেবীর বয়স তিন মাস, তখন ওই অস্ত্রোপচার করানো হয়, যেটা ছয় ঘন্টা ধরে চলে। দেবী যখন অপারেশন থিয়েটারে তখন আমার মনে হয়েছিল আমার জীবন স্তব্ধ। তবে অস্ত্রোপচার সফল হলে আমি অবশেষে স্বস্তি পাই, দেবী এখন ঠিক আছে'।