বিয়ের বয়স দেখতে দেখতে ১০ পেরিয়ে গিয়েছে। দুই সন্তানের বাবা মা তাঁরা। বয়সের ফারাক? বহু। তবুও প্রেম এতটুকু ফিকে হয়নি সইফ-করিনার। মাঝে মধ্যে ছেলেদের এবং বরের ছবি পোস্ট করতে দেখা যায় বেবোকে। আর সেখান থেকেই স্পষ্ট হয় যে তিনি এখনও প্রায় রোজই প্রেমে পড়েন সইফের। এবার তিনি তাঁর ইনস্টাগ্রামে সইফ আলি খানের একটি ছবি পোস্ট করে আভাস দিলেন এই নিত্য নতুন প্রেমে পড়ার নেপথ্যে আছে কোন কারণ।
বুধবার, ১৪ জুন ইনস্টাগ্রামের স্টোরিজে বরের একটি ছবি পোস্ট করে করিনা কাপুর তাঁর ছবির একটি ডায়লগ লেখেন 'গুড লুকস, গুড লুকস অ্যান্ড গুড লুকস...'
সইফকে তাঁর ভ্যানিটি ভ্যানে বসে থাকতে দেখা যায়। তাঁর পরনে গোলাপি রঙের টিশার্ট এবং কালো প্যান্ট। তার সঙ্গে তিনি একটি সাদা স্নিকার এবং রোদ চশমা পরে ছিলেন। এই ছবিতে তিনি ‘কভি খুশি কভি গম’ ছবি থেকে একটি ডায়লগ নিয়ে উপরোক্ত ক্যাপশন লেখেন এবং একগুচ্ছ লাল হৃদয়ের ইমোজি দিয়ে সেটা পোস্ট করেন।
প্রসঙ্গত একবার সইফকে জিজ্ঞেস করা হয়েছিল তাঁর এবং করিনার বয়সের যে এতটা ফারাক তার প্রভাব কখনও তাঁদের সম্পর্কে পড়ে না? উত্তরে অভিনেতা বলেছিলেন, 'আমি সমস্ত পুরুষকে এটাই পরামর্শ দেব যে নিজেদের থেকে যতটা পারবেন কম বয়সী মহিলাকে বিয়ে করুন। এটা কিন্তু একটা দারুণ বিষয়।'
২০১২ সালে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন শর্মিলা ঠাকুরের ছেলে। বিয়ে করেন তাঁর থেকে ১০ বছরের ছোট করিনাকে। বর্তমানে তাঁদের দুটি ছেলে, তৈমুর এবং জেহ। কিছুদিন আগেই তাঁরা আফ্রিকা থেকে ঘুরে এলেন। সেই ছবিও বেবো ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।
সইফ আলি খানকে আগামীতে ‘আদিপুরুষ’ ছবিতে দেখা যাবে। ছবিটি ১৬ জুন মুক্তি পাচ্ছে। ওম রাউত পরিচালিত এই ছবিতে রাবণের ভূমিকায় থাকবেন সইফ। তাঁর সঙ্গে রাম হিসেবে থাকবেন প্রভাস, সীতা হয়েছেন কৃতি শ্যানন। লক্ষ্মণের বেশে দেখা যাবে সানি সিংকে।