সদ্যই মুক্তি পেয়েছে করিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবু অভিনীত ছবি ক্রু। আর মুক্তি পেতেই এই মহিলাকেন্দ্রিক ছবি রীতিমত তাক লাগাচ্ছে। অন্যান্য ছবিকে ব্যবসায় রীতিমত মাত দিচ্ছে এই ছবি। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ৬৩ কোটির উপর বেশি আয় করে ফেলেছে এটি যেখানে এই ছবির মোট বাজেট ছিল মাত্র ৬০ কোটি। ফলে এটা যে বক্স অফিসে হিট সেটা নিশ্চিত ভাবে বলা যায়। আর এই খুশির খবরের মাঝে আরও এক খুশির খবর প্রকাশ্যে এল। জানা গেল এই ছবিটি ১০০ কোটির ক্লাবে ঢোকার আগেই বাংলাদেশে বিমান নিয়ে উড়ে গিয়েছে। হ্যাঁ, ওপার বাংলায় ইদের আগে মুক্তি পেল এই ছবিটি।
বাংলাদেশে ক্রু
২৯ মার্চ মুক্তি পেয়েছে ক্রু। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে করিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবুকে। আর মুক্তির মাত্র কয়েকদিনের মধ্যেই এটা পৌঁছে গিয়েছে বাংলাদেশেও। ১ এপ্রিল এই ছবিটি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে।
আরও পড়ুন: 'শুধরে যেতে পারি তোমায় পেয়ে...' ভেঙেছে একাধিক প্রেম, জন্মদিনে নতুন গানে সোহিনীকে কী প্রমিজ করলেন শোভন?
বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে এই প্রথম কোনও হিন্দি সিনেমা আমদানি করে দেখানো হল। সাফটা চুক্তির মাধ্যমে এই ছবিটি বাংলাদেশে মুক্তি পেয়েছে। তবে এই চুক্তির নিয়ম অনুযায়ী ইদের দিন বাংলাদেশে দেখানো হবে না এই ছবিটি। তাই তখন ক্রু ছবিটির প্রদর্শনী বন্ধ থাকবে।
ক্রু প্রসঙ্গে
ক্রু ছবিটির পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। ছবিটির প্রযোজনা করেছেন অনিল কাপুর, একতা কাপুর, রিয়া কাপুর এবং শোভা কাপুর। এই ছবিতে গুরত্বপূর্ণ ভূমিকায় আছেন করিনা কাপুর, কৃতি শ্যানন, টাবু, দিলজিৎ দোসাঁঝ, শাশ্বত চট্টোপাধ্যায়, প্রমুখকে।
আরও পড়ুন: 'লাফিয়ে ঝাঁপিয়ে সারাদিন...' ৫৫ - তেও শিশুসুলভ অজয়! জন্মদিনে বর কী কী করেন ফাঁস করলেন কাজল
এই ছবিতে তিন এয়ার হোস্টেসের কথা উঠে এসেছে। কিন্তু তাঁরা কি আদৌ বিমানসেবিকা নাকি সোনার পাচারকারী। কোন জালিয়াতি চক্রে তাঁরা জর্জরিত? এসব প্রশ্নের উত্তরই মিলবে এই ছবিতে। প্রসঙ্গত গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি ছবিটির পর আবার কোনও মহিলাকেন্দ্রিক ছবি এত ভালো ব্যবসা করছে বক্স অফিসে।