বাংলা নিউজ > বায়োস্কোপ > Kartik Aaryan: সিক্স প্যাক ছেড়ে ১৪ কিলো ওজন বাড়িয়েছেন ‘ফ্রেডি’ কার্তিক! প্রশংসায় ফ্যানের

Kartik Aaryan: সিক্স প্যাক ছেড়ে ১৪ কিলো ওজন বাড়িয়েছেন ‘ফ্রেডি’ কার্তিক! প্রশংসায় ফ্যানের

কার্তিকের বদল

Kartik Aaryan transformation: গায়েব ছিপছিপে সুদর্শন চেহারা, দেখা যাচ্ছে ভুরি! সিরিয়াল কিলার ‘ফ্রেডি’ হয়ে উঠতে কম ঝক্কি পোহাতে হয়নি কার্তিককে। 

বলিউডের তরুণ প্রজন্মের অন্যতম হার্টথ্রব নায়ক কার্তিক আরিয়ান। অভিনয়ের পাশাপাশি নায়কের ব্যক্তিগত জীবনও হামেশাই থাকে চর্চায়। কার্তিতের মহিলা ভক্তের সংখ্যা অগুণতি। এই হ্যান্ডসাম নায়কের এক হাসিতেই ফিদা মেয়েরা। তবে এবার একদম অন্যরকম অবতারে পর্দায় হাজির হচ্ছেন কার্তিক। প্রথমবার সিরিয়াল কিলারের চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির নাম ‘ফ্রেডি’। আর জানেন কি এই ছবির জন্য নিজের সিক্স প্যাক অ্যাবসের বলিদান দিয়েছেন কার্তিক! ‘ফ্রেডি’ হয়ে উঠতে এক ঝটকায় ১৪ কিলো ওজন বাড়াতে হয়েছে তাঁকে।

নিজের সেই ট্রান্সফরমেশনের কথা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কার্তিক। যা দেখে ধন্য ধন্য করছেন কার্তিক ভক্তরা। নিজের পুরোনো চেহারা-র সঙ্গে ফ্রেডি হিসাবে নিজের চেহারার একটি কোলাজ পোস্ট করেছেন কার্তিক। প্রথম ছবিতে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছেন শার্টলেস কার্তিক। তাঁর শরীরের প্রতিটি অ্যাবস স্পষ্ট সেই মিরর সেলফিতে। অন্যটিকে ফ্রেডির অবতারে খানিক ‘গোলুমোলু’ কার্তিক। এই দুই ছবি নিয়ে কার্তিক লেখেন, ‘এটা হল ফ্রেডির আসল কাহিনি। এর জেরে আমার অনেক শারীরিক কসরৎ করতে হয়েছে এবং অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছি। খুব কম সুযোগ আসে একজন অভিনেতার জীবনে যখন নিজের সম্পূর্ণ একটা ভিন্ন অবতার তুলে ধরবার সুযোগ আছে, ফ্রেডি ঠিক তেমনই একটা চরিত্র’।

কার্তিকের এই অভাবনীয় ট্রান্সফরমেশন দেখে মুগ্ধ শুধু তাঁর ফ্যানেরা নয়, একতা কাপুরও। এই বলি প্রযোজক লেখেন- ‘দুর্দান্ত’। অন্য়দিকে এক কার্তিক ভক্ত লিখেছেন, ‘মেথড অ্যাক্টিং… চরম! দুর্দান্ত ট্রান্সফরমেশন’। অপর একজন লিখেছেন, ‘এটা তোমার কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট হতে চলেছে কার্তিক, অনেক গর্বিত তোমার ভক্ত হিসাবে’।

প্রসঙ্গত ‘ফ্রেডি’তে প্রথমবার ছক ভাঙছেন কার্তিক। পুরোপুরি নেগেটিভ রোলে এর আগে কখনও দেখা যায়নি নায়ককে। দন্ত চিকিৎসক ফ্রেডি গিনওয়ালা আদতে একজন মানসিক রোগী। দিনের বেলায় ডাক্তারের ভেক ধরে থাকে সে, আর রাতের অন্ধকারে মানুষ করে। পরিচালক শশাঙ্ক ঘোষের এই ছবিতে সিরিয়াল কিলার কার্তিককে দেখলে শিউরে উঠবেন আপনিও!

‘ভুল ভুললাইয়া ২’-এর বক্স অফিস সাফল্যের পর এটাই হতে চলেছে কার্তিকের পরবর্তী রিলিজ। ‘ফ্রেডি’তে কার্তিক ছাড়াও রয়েছেন আলিয়া এফ। আগামী ২রা ডিসেম্বর সরাসরি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে কার্তিক অভিনীত ‘ফ্রেডি’ (Freddy)

এই মুহূর্তে কার্তিকের হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে পরিচালক রোহিত ধাওয়ানের ‘শেহজাদা’ ছবিতে। ছবিতে কার্তিক রোম্যান্স করবেন ‘লুকা ছুপ্পি’ কো-স্টার কৃতি শ্যাননের সঙ্গে। অন্যদিকে কিয়ারা আডবানির সঙ্গে জুটি বেঁধে ‘সত্য প্রেম কি কথা’ নিয়ে হাজির হবেন কার্তিক। এছাড়াও কার্তিকের ঝুলিতে রয়েছে মিউজিক্যাল ছবি ‘আশিকী ৩’।

 

বন্ধ করুন