বাংলা নিউজ > বায়োস্কোপ > Prosenjit-Rituparna's 50th film: 'ওদের ম্যাজিক আজও এক', প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবি নিয়ে উচ্ছ্বসিত কৌশিক

Prosenjit-Rituparna's 50th film: 'ওদের ম্যাজিক আজও এক', প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবি নিয়ে উচ্ছ্বসিত কৌশিক

প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবি নিয়ে উচ্ছ্বসিত কৌশিক

Kaushik Ganguly on Prosenjit-Rituparna: প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটির প্রশংসা কৌশিক গঙ্গোপাধ্যায়ের মুখে। জানালেন এই জুটির জনপ্রিয়তা এখনও এতটুকু ম্লান হয়নি।

১৯৯৪ সালে প্রথমবার বাংলা বিনোদন জগতের অন্যতম সেরা জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে একসঙ্গে দেখা যায়। নাগপঞ্চমী ছবিতে তাঁরা প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। এই ছবির হাট ধরে এক নতুন হিট জুটি পেয়েছিল টলিউড। সেই শুরু এরপর একটার পর একটা হিট ছবি উপহার দিয়ে গেছে এই জুটি। বিগত তিন দশক ধরে তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে। এখনও তাঁদের জনপ্রিয়তা এতটুকু ম্লান হয়নি। দেখতে দেখতে তাঁরা একসঙ্গে ৪৯টা ছবিতে একসঙ্গে একে অন্যের বিপরীতে কাজ করে ফেলেছেন। এবার পালা ৫০ তম ছবির। আর সেটাকে যে বিশেষ হতেই হবে। প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির এই ৫০তম ছবিটি কে পরিচালনা করছেন জানেন? কৌশিক গঙ্গোপাধ্যায়।

লাগাতার একসঙ্গে জুটি বেঁধে ছবি করার পর, একটার পর একটা হিট ছবি উপহার দেওয়ার পর এই অনস্ক্রিন জুটি ঠিক করেন তাঁরা আর একসঙ্গে কাজ করবেন না। এটার থেকে সাময়িক বিরতি নেবেন। এরপর বেশ কিছু বছর তাঁদের আর পর্দায় জুটি বাঁধতে দেখা যায়নি। এতটা সময়ের পর যখন ২০১৬ সালে প্রাক্তন ছবির মাধ্যম শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে পর্দায় ফিরিয়ে আনলেন তখন অনেকেই ভেবেছিলেন হয়তো সেই আগের ম্যাজিক, বা চার্মটা থাকবে না এই জুটির। কিন্তু একি! ছবি যে হিট করে গেল আবারও! এরপর আবার ২০১৮ সালে দৃষ্টিকোণ ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিও হিট। ফলে পর্দায় এই দুই তারকা একে অন্যের সঙ্গে যতটা সহজে সাবলীল ভাবে অভিনয় করেন ঠিক ততটা সহজ ভাবেই দর্শকরা তাঁদের গ্রহণ করেন। তাঁদের জনপ্রিয়তা এখনও এতটুকু ম্লান হয়নি। এখন আবারও তাই এই জাতীয় পুরস্কার জয়ী পরিচালক তাঁদের নিয়ে আবার পর্দায় ফিরছেন তাও তাঁদের ৫০তম ছবিটির জন্য!

এই ছবির বিষয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় ইটাইমসকে বলেন, 'আমি যখন দৃষ্টিকোণ শ্যুট করছিলাম তখনই আমি এই ছবিটার কথা ভেবেছি। আমি ওদের ৫০ তম ছবিটা পরিচালনা করার জন্য মুখিয়ে ছিলাম। এই দুই প্রবাদপ্রতিম অভিনেতাকে রাজি করানো মুখের কথা নয়। কিন্তু আমি পেরেছি। আর উপলক্ষ্য যখন এতটা বিশেষ গল্পটাকে বিশেষ হতেই হবে। যাই হোক, এটা প্রসেনজিৎ ঋতুপর্ণার ৫০ তম ছবি জুটি হিসেবে!'

কিন্তু কোন গল্প ধরা পড়বে তাঁদের এই আগামী ছবিতে? এই বিষয়ে পরিচালক বলেন, 'একটি জটিল সম্পর্কের সমীকরণ ধরা পড়বে এখানে। এখন কেবল এটা বলতে পারি কোনও সুখী দম্পতির গল্প দেখানো হবে না এখানে। এখন বলবেন কেন? মানুষ এখন জটিলতা দেখতে চায়, তাঁরা সম্পর্কের বিভিন্ন দিক দেখতে চান। আমি এখন স্ক্রিপ্টের উপর কাজ করছি। সব ঠিক থাকলে মার্চ থেকে শ্যুটিং শুরু করব।'

প্রসেনজিৎ ঋতুপর্ণাকে নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, 'আমি বহু মানুষের সঙ্গে কাজ করেছি। বহু জুটির সঙ্গে কাজ করেছি কিন্তু এত বছর পরেও প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির যে ম্যাজিক সেটা একই থেকে গেছে।'

বন্ধ করুন