বাংলা নিউজ > বায়োস্কোপ > The Bong Guy: ‘লাখ লাখ টাকা আমার মারফত ইনকাম করেও, বং গাইয়ের ‘পেটে লাথি’র অভিযোগ, কাঠগড়ায় কে?

The Bong Guy: ‘লাখ লাখ টাকা আমার মারফত ইনকাম করেও, বং গাইয়ের ‘পেটে লাথি’র অভিযোগ, কাঠগড়ায় কে?

কিরণ দত্ত  (Instagram/yourbongguy)

রাতারাতি ইউটিউব থেকে উড়িয়ে দেওয়া হল ‘দ্য বং গাই’-এর এ কেমন সিনেমার নতুন এপিসোড! প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ালেন কিরণ দত্ত, তারপর…

এই মুহূর্তে বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের অন্যতম কিরণ দত্ত। যাঁকে ‘দ্য বং গাই’ হিসাবেই সবাই চেনে। রোস্ট ভিডিয়ো বানিয়েই এত্ত জনপ্রিয়তা ‘দ্য বং গাই’-এর। ইউটিউবে কিরণ পুরোনো বাংলা সিনেমার রিভিউ করে একদম নিজের মতো করে। ‘কে কেমন সিনেমা’ শীর্ষক সেই এপিসোডগুলো তুমুল ভাইরাল হয়। তবে ‘দ্য বং গাই’-এর এ কেমন সিনেমার নতুন এপিসোড আচমকাই গায়েব হয়ে যায় ইউটিউব থেকে। যা দেখে যথেষ্ট হতাশ হয় ভক্তরা। হাজার হাজার ভক্ত প্রশ্ন করতে থাকে কিরণকে।

এরপরই সোশ্যাল মিডিয়া পোস্টে এই ইউটিউবার জানান, প্রযোজনা সংস্থা অ্যাঞ্জেল ডিজিটাল তাঁর ভিডিয়োয় স্ট্রাইক দেওয়ার জেরেই এমনটা ঘটেছে। ক্ষোভ উগরে দিয়ে কিরণ ফেসবুকে লেখেন, ‘যেহেতু কিছু ক্লিপ ইউস করি, তাই আমার এই এপিসোড গুলোর সব টাকা ওরাই (অ্যাঞ্জেল ডিজিটাল) পায়।। এই এপিসোডগুলি থেকে এক টাকাও আমি উপার্জন করিনা। কিন্তু, আমার মারফত লাখ লাখ টাকা আয় করেও বারবার আমার ভিডিয়োতে স্ট্রাইক মেরে উড়িয়ে দেওয়া হয়। যোগাযোগ করার চেষ্টা করেও লাভ হয়নি’।

সিনেমার রিভিউ করা ফেয়ার ইউজের আন্ডারে পরে এমনটা উল্লেখ করে কিরণ জানান, ‘এই যে ক্লেইম মেরে আমার সব টাকা নিয়ে নেয়, সেটা ইউটিউবের নিয়ম নয়। তবে সেটা তো নেয়ই। আবার ভিডিয়োটাও উড়িয়ে দেয়। আর কিছু বলার নেই। এসব বাংলাতেই সম্ভব’।

এ কেমন সিনেমার নতুন এপিসোডে ‘সংসার সংগ্রাম’ ছবির রিভিউ করেছিলেন কিরণ। সোশ্যাল মিডিয়ায় কিরণের ভক্ত সংখ্যা নেহাত কম নয়। তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটায় নেটিজেনরা তুমুল ট্রোল করে প্রযোজনা সংস্থাকে। একজন লেখেন, ‘বং গাইয়ের ভিডিয়োর জন্যই অ্যাঞ্জেল সিনেমা একটু জনপ্রিয়তা পেয়েছিল। অথচ তাকেই লাথি মারল! কিছু বলার ভাষা নেই।’ পালটা কিরণ লেখেন, ‘শুরু থেকেই পেটে লাথি মেরে এসেছে। টাকা প্রথম দিন থেকে ওদের কাছে যেত।’

পরে এক ফেসবুক পোস্টে সোশ্যাল মিডিয়া স্টার জানান, আলোচনার মাধ্যমে প্রযোজনা সংস্থার সঙ্গে মধ্যস্থতায় পৌঁছেছেন তিনি। ‘দ্য বং গাই’ লেখেন, ‘ভিডিও টা ওরা ফিরিয়ে দিয়েছে এবং ভবিষ্যতে কিছু শর্ত মেনে ওদের সিনেমা আমি রিভিউ করতেই পারি সেই কথাও দিয়েছে। ওদের দিকটাও শুনলাম, আমারটাও ওরা শুনলো।মিউচুয়ালি একটা সমাধান করে ভিডিও টা ফেরত আনতে পেরে মন খারাপ এই নিমেষে উধাও হয়ে গেল।’

সমস্যা রয়েছে ঠিকই, তবে থামতে না-রাজ ‘দ্য বং গাই’। তিনি স্পষ্ট বলেন, ‘এ কেমন সিনেমাও আসবে, বং গাই এর ঝুলিও আসবে, নতুন কিছুও আসবে’।

 

 

বন্ধ করুন