‘দেশের মাটি’ কাঁপানো জুটি রাজা-মাম্পি ফের একবার একসঙ্গে। জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘লালকুঠি’তে একসঙ্গে দেখা যাবে তাঁদের। রুকমা রায় আর রাহুল বন্দ্যোপাধ্যায়ের রসায়ন এবারও নজর কাড়ছে। সিরিয়ালের দ্বিতীয় ঝলক সে কথাই বলছে। কিন্তু সিরিয়াল শুরু হলে অনেক কিছুই বদলে যাবে। কারণ এই সিরিয়াল হতে চলেছে রহস্য-রোমাঞ্চ ঘরনারা। আর রহস্যের কেন্দ্রে থাকবেন রাহুল ও তাঁর বাড়ি ‘লালকুঠি’।
কেমন হবে এই সিরিয়ালের গল্প? চলুন জানা যাক।
বিদেশ থেকে দেশে জুয়েলারি ডিজাইনিং শিখে ফিরছে উচ্চবিত্ত রায়চৌধুরী পরিবারের মেয়ে অনামিকা (রুকমা রায়)। ঘটনাক্রমে গঙ্গার ঘাটে বিক্রমের (রাহুল বন্দ্যোপাধ্যা) সঙ্গে প্রথমবার দেখা হয় তাঁর। প্রথম দেখাতেই তুমুল ঝগড়া দুজনের। এরপর এক পার্টিতে দুই পরিবারের সাক্ষাত্, সেখান বিক্রমের পরিবার (দস্তিদার ফ্যামিলি) অনামিকার সামনে প্রস্তাব রাখে তাঁদের কোম্পানিতে কাজ করবার। এরপর জুয়েলারি ডিজাইনার হিবাসে বিক্রমের অধীনে কাজ শুরু করে অনামিকা। কাজ দিয়ে সহজেই সে জিতে নেয় বিক্রমের মন।

এরপর ভালোবাসার শুরু, খুব শীঘ্রই বিক্রমের পরিবারের তরফে বিয়ের প্রস্তাব যায় অনামিকার বাড়িতে। তাঁদের বিয়ে মিটেও যায় খুব জলদি। কিন্তু নতুন বউ হয়ে ‘লালকুঠি’তে (দস্তিদার পরিবারের ভিটা) পা রাখবার পর থেকেই অনামিকার মনে উঁকি দেয় একগুচ্ছ প্রশ্ন, তাঁর মনে হয়, কী যেন একটা আছে এই বাড়ির মধ্যে। কোনও এক ভয় ঘিরে ধরে তাঁকে। তবে বিক্রম এবং পরিবারের বাকি সদস্যদের সে বারবার নিজের মনের দুশ্চিন্তার কথা বলেও কোনও সদুত্তোর পায় না। এরপর সেই রহস্যজট খোলবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সে। ধীরে ধীরে তার মনে হতে থাকে বিক্রমের অতীতের কোনও ঘটনা তাঁর অজানা রয়ে গিয়েছে।

শাশুড়ি-বউমার দ্বন্দ্ব, বা কোনও মেয়ের স্বপ্নপূরণের লড়াই বা গতে বাঁধা রম-কমের বদলে এ যেন স্বাদবদলের পালা। ঝলক থেকে শুরুতে ভৌতিক মনে হলেও আদতে থ্রিলার জঁর কাহিনি হতে চলেছে ‘লালকুঠি’।
.আগামী ২রা মে থেকে রাত ৯.৩০টায় অর্থাত্ ‘কড়িখেলা’র জায়গায় সম্প্রচারিত হবে এই শো। ‘রাম্পি’ ভক্তরা এইবার অনামিকা-বিক্রম জুটির নামকরণ করেছে ‘আনভি’। তাঁরা বেজায় এক্সাইটেড এই চর্চিত জুটিকে ফের একসঙ্গে দেখতে।