2/6এদিন গোলাপি-লাল-হলুদ আবির মেখে বসন্তের উদযাপনে মাতলেন কোয়েল। সঙ্গী ছেলে আর বাবা-মা। তবে স্বামীর বিরুদ্ধে এদিন ‘নালিশ’ ঠুকলেন কোয়েল। কী এমন করলেন নিসপাল? (ছবি-ইনস্টাগ্রাম)
3/6প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে প্রায় ১০ বছরের সুখী দাম্পত্য কোয়েলের। দীর্ঘ প্রেম পর্ব পেরিয়ে বিয়ে। এখন ছেলেকে নিয়ে জমজমাট সংসার। তবুও স্বামীর বিরুদ্ধে অনুযোগ রয়েই গেছে কোয়েলের। এদিন সে কথা খোলসা করলেন নায়িকা।
4/6এদিন দোলের সেলিব্রেশনের একগুচ্ছ ছবি শেয়ার করে কোয়েল জানান, রঙের এই উৎসবে শামিল হতে মোটেই রেডি নন স্বামী নিসপাল। তিনি শুধু ক্যামেরার পিছনে থেকেই খুশি। এই ছবিতে মা দীপা মল্লিক ও বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে হাসি মুখে ফ্রেমবন্দি নায়িকা (ছবি-ইনস্টাগ্রাম)
5/6এদিন ফ্যানেদের উদ্দেশে টলি-কুইন লেখেন, ‘সকলকে জানাই হোলির শুভেচ্ছা!! সবার জীবন নানান রঙে ভরে উঠুক এটাই প্রার্থনা…. আর এই পাগলামি জারি থাকবে, বাচ্চা গ্যাং-এর সঙ্গে আরও ছবি আসছে…’। এরপর আক্ষেপের সুরে নায়িকার সংযোজন- ‘ছবি তুলে দিয়েছেন রানে, যে সব সময় ক্যামেরার পিছনেই থাকতে স্বচ্ছন্দ'।
6/6আবির স্নাত কোয়েল… বরকে আবিরের রঙে রাঙাতে না পারার আক্ষেপ থাকলেও কোয়েলের ভালোবাসার রঙে কিন্তু বরাবরই উজ্জ্বল নিসপাল। (ছবি-ইনস্টাগ্রাম)