বাংলা নিউজ > বায়োস্কোপ > Koel Mallick-Bhaifota: ভাইফোঁটা ফিরিয়ে দিল হারানো ছেলে! কোয়েলের জন্য সন্তানকে পেল মুর্শিদাবাদের পরিবার

Koel Mallick-Bhaifota: ভাইফোঁটা ফিরিয়ে দিল হারানো ছেলে! কোয়েলের জন্য সন্তানকে পেল মুর্শিদাবাদের পরিবার

হারানো ছেলেকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন কোয়েল। 

এমন অনেকে থাকেন, যাঁরা হারিয়ে ফেলেছেন নিজেদের স্মৃতি। তাঁদের এবারে ফোঁটা দেন কোয়েল। আর সেখান থেকেই নিজেদের হারিয়ে যাওয়া সন্তানকে পায় মুর্শিদাবাদের এক পরিবার। 

চলতি সব বছরের থেকে এবার আলাদা গেল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের ভাইফোঁটা। প্রতিপদে ভাইফোঁটা দিতে গিয়েছিলেন কোয়েল মল্লিক দক্ষিণ কলকাতার এক সংস্থায়। সেই অনুষ্ঠানের ছবি পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়াতেও। ‘ঈশ্বর’ সংস্থার বিশেষ ভাবে সক্ষম সদস্যদের ফোঁটা দিতে গিয়েই ঘটে গেল অভিনব এক কাণ্ড।

এই সংস্থায় এখানে এমন অনেকে থাকেন, যাঁরা হারিয়ে ফেলেছেন নিজেদের স্মৃতি। শারীরিক ভাবে সুস্থ নন। মনে নেই বাড়ির ঠিকানা। ফলে দূরে থাকতে বাধ্য হয়েছেন পরিবারের থেকে।

তবে কোয়েলের শেয়ার করা ফোটো থেকেই নিজেদের হারানো ছেলেকে ফিরে পেলেন মুর্শিদাবাদের এক পরিবার। সুজয় বলে একটি ছেলে ফিরল নিজের কাছের মানুষদের কোলে। এই নিয়ে ইনস্টা স্টোরিতে রঞ্জিত-কন্যা লিখলেন, ‘আমি খুব আনন্দের সঙ্গে সবাইকে জানাতে চাই যে, আমার সুজয়কে ফোঁটা দেওয়ার ভিডিয়ো দেখে হারানো ছেলেকে খুঁজে পেয়েছে মুর্শিদাবাদের পরিবার, বহু বছর পরে। শুভ দিনে এর থেকে ভালো আর কী বা হতে পারে।’

<p><i>কোয়েলের ইনস্টাগ্রাম স্টোরি। </i></p>

কোয়েলের ইনস্টাগ্রাম স্টোরি। 

পুজোতে মুক্তি পেয়েছে কোয়েলের জঙ্গলে মিতিন মাসি সিনেমাটি। পরিচালনায় অরিন্দম শীল। যদিও বক্স অফিসে সেভাবে ছাপ ফেলতে পারেনি এই ছবি। ব্যবসার অঙ্কে অনেক এগিয়ে দশম অবতার, বাঘাযতীন আর রক্তবীজ।

গোটা সিনেমা জুড়েই রণংদেহি মেজাজে ধরা পড়েছেন কোয়েল মল্লিক। লক্ষ্য, চোরা শিকারিদের পাকড়াও করা। কোয়েলকে মারপিট করতে দেখে অনেকের মনে পড়ে গিয়েছে বাবা রঞ্জিত মল্লিকের কথাও। সুচিত্রা ভট্টাচার্যের গল্প 'হাতে মাত্র তিনদিন' অবলম্বনে তৈরি হয়েছে 'জঙ্গলে মিতিন মাসি'।

কোয়েল সদ্য পা হয়েছেন। ছেলে কবীরের বয়স মাত্র সাড়ে তিন। ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেন। এরপর ২০২০ সালের বিবাহবার্ষিকীর দিনই ঘোষণা করেন মা হতে চলার খবর। তারপর ২০২০-র ৫ মে কোয়েল-নিসপালের কোল আলো করে আসে কবীর।

 

মা-কে সিনেমার পর্দায় দেখতে কেমন লাগে কবীরের প্রশ্নের উত্তরে কোয়েল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘এখনকার সময়ে মানুষ নিজেদের মধ্যে গল্প-আড্ডা দিতে ভুলে যাচ্ছে। নিজেদের মধ্যে মজা করা ভুলে যাচ্ছে। সবাই এত টেক স্যাভি হয়ে যাচ্ছে। আমি যেহেতু নিজে এসব এতটা পছন্দ করি না তাই ওকে একটু দূরে রেখেছি। সব জিনিসেরই ভালো-খারাপ আছে। পরবর্তীতে যখন দরকার পড়়বে তখন অবশ্যই ও এগুলো দেখবে। তবে ব্যালেন্স রাখাটা দরকার। ছবি অবশ্যই দেখেছে। সংবাদপত্রে বা কোথাও যদি বের হয়। মাম্মা মাম্মা করতে থাকে।’

 

 

বায়োস্কোপ খবর

Latest News

৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি... ৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.