বাংলা নিউজ > বায়োস্কোপ > Kriti Sanon: আচমকা সিনেমা হলে হাজির কৃতি, ভক্তদের চমকে কী করলেন ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ নায়িকা

Kriti Sanon: আচমকা সিনেমা হলে হাজির কৃতি, ভক্তদের চমকে কী করলেন ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ নায়িকা

সিনেমা হলে কৃতি

Teri Baaton Mein Aisa Uljha Jiya: একটি ভিডিয়ো শেয়ার করেছেন কৃতি। সেখানে দেখা গিয়েছে, হলের শো ভাঙার পরই আচমকা সেখানে গিয়ে হাজির হন অভিনেত্রী। দেখুন সেই ভিডিয়ো-

শাহিদ কাপুর ও কৃতি শ্যাননের ‘অসম্ভব প্রেমের গল্প’ তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া। গত ৯ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেয়েছে এই সিনেমা। শাহিদ কাপুর, কৃতি শ্যানন,ডিম্পল কাপাডিয়া ছাড়াও এই ছবিতে বিশেষ ভূমিকায় রয়েছেন ধর্মেন্দ্রও। মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিসে ভালোই ব্যবসা করছে এই ছবি।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন কৃতি। সেখানে দেখা গিয়েছে, হলের শো ভাঙার পরই আচমকা সেখানে গিয়ে হাজির হন অভিনেত্রী। তাঁকে দেখে হল ভর্তি দর্শকদের মধ্যে আলাদা রকমের উচ্ছ্বাস চোখে পড়েছে। তখনই অভিনেত্রী প্রশ্ন করেন, ‘সিনেমা কেমন লাগল?’ দর্শকের ভিড় সকলে বলে ওঠেন, ‘খুব ভালো লেগেছে’। উল্লাসের বাতাসে মিশে কৃতি প্রশ্ন করেন, ‘তাহলে পার্ট টু তৈরি করা ঠিক হবে?’ সঙ্গে সঙ্গে ভিড়ের সবাই একসঙ্গে বলে ওঠেন, ‘অবশ্যই’। আরও পড়ুন: অ্যাডাল্ট স্টার জনি সিনসের সঙ্গে মজার বিজ্ঞাপনে রণবীর! দেখে কী বলছেন বি-টাউন সেলেবরা

এ দিন ভক্তদের সঙ্গে আলাপচারিতাও সারেন কৃতি। সকলের সঙ্গে সেলফিও তোলেন। ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দর্শকদের ভালোবাসা, তাঁদের হাসি দেখে আনন্দ দেখছি আর হাততালি দিচ্ছেন! এই জন্যই আমরা কাজ করি!! তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়াকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমরা আপ্লুত’। আরও পড়ুন: করিনার সঙ্গে সুইৎজারল্যান্ডের ছবি পোস্ট নাতাশার, চমকে যাওয়া মন্তব্য করলেন বেবো

ছবিটির পরিচালনা করেছেন অমিত যোশী এবং আরাধনা শাহ। ছবিটির প্রযোজনা করেছেন লক্ষ্মণ উতেকর, জ্যোতি দেশপাণ্ডে, দীনেশ বিজন।

কাহিনির আসল টুইস্ট হল, সিফ্রা (SIFRA) অর্থাৎ কৃতি আদপে একজন রোবট। কৃতিকে দেখেই তাঁর কাজে মুগ্ধ শাহিদ। ধীরে ধীরে এই রোবটের জন্য শাহিদের মনের কোণায় জেগে ওঠে প্রেম। কিন্তু রোবটের সঙ্গে প্রেম, যৌনতা আর বিয়ে? কীভাবে সম্ভব! শাহিদ-কৃতির সম্পর্কের সত্যতা একমাত্র জানেন শাহিদের মাসি, যে ভূমিকায় রয়েছেন ডিম্পল কপাডিয়া।

শাহিদকে তিনি বোঝানোর চেষ্টা করেন এই বিয়ে অসম্ভব। কিন্তু ততদিনে বোধহয় বড্ড দেরি হয়ে গিয়েছে! বিয়ের আগেই কী সিফ্রা-র সত্যিটা জেনে যাবে সকলে, নাকি রোবটকেই বিয়ে করবেন শাহিদ। এরপর কী হবে? সেই নিয়েই এগিয়েছে ছবির গল্প।

এই রোম্যান্টিক ছবি জুড়ে রয়েছে একাধিক অন্তরঙ্গ দৃশ্য। রোবট প্রেমিকার সঙ্গে যৌনতায় লিপ্ত হতেও দেখা গিয়েছে শাহিদ কাপুরকে। রম-কম ছবি ইতিমধ্যেই বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.