বাংলা নিউজ > বায়োস্কোপ > একগুচ্ছ ভুল! ‘পাঠান’-এর বিরুদ্ধে হলিউড ছবির পোস্টার কপির অভিযোগ তুললেন KRK

একগুচ্ছ ভুল! ‘পাঠান’-এর বিরুদ্ধে হলিউড ছবির পোস্টার কপির অভিযোগ তুললেন KRK

‘পাঠান’-এর বিরুদ্ধে হলিউড ছবির পোস্টার কপির মতো অভিযোগ?

‘পাঠান’-এর পোস্টার হলিউড ছবি ‘বিস্ট’-এর পোস্টারের কপি? অভিযোগ তুলেছেন কেআরকে!

২৫ জুন, বলিউডে তিন দশক পূর্ণ করলেন শাহরুখ খান। এই বিশেষ দিনে অভিনেতা বহুপ্রতিক্ষীত ছবি ‘পাঠান’-এর পোস্টার নেটমাধ্যমে শেয়ার করেছেন। শাহরুখ-ভক্তরা অভিনেতার নতুন ছবির পোস্টার দেখে বেশ উচ্ছ্বসিত। ইতিমধ্যে, অভিনেতা-সমালোচক কেআরকে শাহরুখের শেয়ার করা পোস্টার থেকে খুঁত খুঁজে বের করেছেন। হলিউড ছবির পোস্টার কপির মতো অভিযোগও তুলেছেন তিনি।

পাঠানের পোস্টার প্রকাশের কিছুক্ষণ পরে, একাধিক টুইট করেছেন কেআরকে। তিনি লিখেছেন, ‘ভাইজান শাহরুখ খান, শুধু এক হাতে হাতকড়া? আর বন্দুকটা ঠিকমতো ধরতেও পারেননি। সিনেমাটাও এমনই হবে!’

পরক্ষণে আরও একটি টুইটে নির্মাতাদের প্রশ্ন করেছেন তিনি। লিখেছেন, ‘আমার একটি সহজ প্রশ্ন... পরিচালক, অভিনেতা এবং প্রযোজক যদি একসঙ্গে মন দিয়ে একটি ভালো যুক্তিযুক্ত পোস্টার তৈরি করতে না পারেন, তবে তারা একটি ভালো ছবি কীভাবে তৈরি করবেন। নব্বই দশকে এসব দেখানো চলত, কিন্তু এখন এসব চলে না।’

আরও পড়ুন: বলিউডে বাদশার তিন দশক! বিশেষ দিনে 'পাঠান'-এর লুক প্রকাশ্যে আনলেন শাহরুখ

এরপরই আরও একটি টুইটে পোস্টার কপি করার অভিযোগ তুলেছেন তিনি। ইদরিশ এলবার হলিউড সিনেমা ‘বিস্ট’-এর পোস্টার কপি করার অভিযোগ তুলেছেন। দুটি ছবির পোস্টার পাশাপাশি শেয়ার করে কেআরকে টুইটে লিখেছেন, ‘হে ঈশ্বর! কপিউড কখনই উন্নতি করবে না! পোস্টারটিও চুরি হয়েছে। পোস্টারও আসল বানাতে পারল না!’

নেটমাধ্যমে কেআরকে-এর এই টুইট রীতিমতো শোরগোল ফেলেছে। শাহরুখের আসন্ন সিনেমার পোস্টার ঘিরে তুমুল চর্চা চলছে।

‘পাঠান’ দিয়ে প্রায় ৫ বছর পর বড় পর্দায় কামব্যাক করবেন শাহরুখ। ২০১৮ সালে ‘জিরো’ ছবিতে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল অভিনেতাকে। এই নিয়ে চার নম্বর ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন দীপিকা আর শাহরুখ। রয়েছেন জন আব্রাহামও। পরিচালক সিদ্ধার্থ আনন্দের দাবি, অ্যাকশন ঘরানার ছবির ক্ষেত্রে নতুন মাইলফলক সৃষ্টি করবে এই ছবি। ২০২৩ সালের ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘পাঠান’। হিন্দি, তামিল এবং তেলুগু তিন ভাষায় মুক্তি পাবে এই ছবি।

বায়োস্কোপ খবর

Latest News

লম্বা মানুষের শরীরে ক্যানসার বাসা বাঁধে সহজে, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ‘আমি মরতে চাই’, রেললাইন থেকে সরতে নারাজ কিশোরী, ট্রেন থামিয়ে জীবন বাঁচালেন চালক গতবার অনুদান পাওয়া পুজো কমিটির মধ্যে এখনও টাকার আবেদন করেছে ২৪%, আরজি করের জের? 'আন্দোলনে রাজনীতির রং লাগাতে আসিনি'! 'গো ব্যাক' শুনে প্রতিক্রিয়া অগ্নিমিত্রার মালাইকার বাবার মৃত্যু, প্রাক্তন শ্বশুরবাড়িতে আরবাজ, ঘটনাস্থলে অর্জুনও, তারপর? ইন্টারনেটে ভাইরাল ঘি চা, কেন খাবেন এই চা? কী উপকার পাবেন আপনি গ্রেটার নয়ডার মাঠটা আমরাই বেছে নিয়েছিলাম: আফগানিস্তান ক্রিকেট বোর্ডের U-Turn ১০জন WBCS অফিসারকে IAS মর্যাদা দিল রাজ্য সরকার, সবুজ সংকেত দিয়েছিল কেন্দ্র 'আগে প্রশাসন মেরুদণ্ড সোজা করুক, তার পর আমাদের দিকে আঙুল তুলবেন' বাংলা তথা ভারতীয় টেবিল টেনিসের নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি কোচ জয়ন্ত পুশিলাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.