প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন মধুমিতা সরকার ও বিক্রম চট্টোপাধ্যায়। সৌজন্যে নতুন ছবি 'কুলের আচার'। এই ছবির মাধ্যমে পাঁচ বছর পর বড় পর্দায় পা রাখছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। ছবির প্রযোজনায় এসভিএফ।
অন্যদিকে, রূপোলি পর্দায় আসতে চলেছে 'একেনবাবু'। ছবির নাম 'দ্য একেন'। ২১ জানুয়ারি হয়ে গেল ছবির শুভ সূচনা। এদিন মহরতের ছবি পোস্ট করলেন 'একেন বাবু' অনির্বাণ চক্রবর্তী। গত বছর শেষে দিকে প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মস-এর তরফে ঘোষণা করা হয়েছিল এই ছবির। তখনই জানানো হয়েছিল, বড় পর্দায় এবার আসতে চলেছে 'একেন বাবু'। শুক্রবার মহরত সম্পন্ন হল দুই ছবিরই।
ক্ল্যাপস্টিক এদিন ছবি শেয়ার করে বিক্রম-মধুমিতা। হালকা গোলাপি রঙের গাউনে ধরা দেন ইন্দ্রাণী হালদার। ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা-বিক্রম। বিয়ের পর নিজের পদবি বদলাতে নারাজ, এমনই চরিত্রে ছবিতে দেখা মিলবে মধুমিতার। পারিবারিক ছবি 'কুলের আচার'এর পরিচালনায় সুদীপ দাস। পারিবারি টক, ঝাল, মিষ্টি স্বাদের ছবির চিত্রনাট্যও লিখেছেন তিনি। প্রথমবার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে জুটি বেঁধেছেন পরিচালক।
অন্যদিকে এদিন মহরতের ছবি পোস্ট করলেন 'একেন বাবু' অনির্বাণ চক্রবর্তী লেখেন, 'একেনবাবু - ছবির মহরৎ হল আজ। খুব শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং। আপনাদের সকলের আশীর্বাদ, সমর্থন ও ভালবাসা চাই।'
এক সাধারণ ব্যক্তির বেশভূষার পিছনে, গোয়েন্দা হলেন একেন বাবু। সুজন দাশগুপ্তর লেখা রহস্য গল্পের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ওয়েব সিরিজের এক-একটি সিজন। ২০১৮ সালের মার্চে আসেন প্রথম সিজন। একদিকে তুখোড় বুদ্ধি, অন্য দিকে হাস্যরস একেনকে আলাদা করেছে বাজারের আর পাঁচটা গোয়েন্দার থেকে। তাই তো অ্যাকশন দৃশ্যেও হেসে ফেলে দর্শক।
বড় পর্দাতেও একেনবাবুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে জয় সরকার। ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।