জমকালো ল্যাকমে ফ্যাশন উইকে নজরকাড়া লুকে সেলিব্রিটিরা। হারনাজ সান্ধু, দিশা পাটানি এবং হিনা খানের মতো সেলিব্রিটিরা ব়্যাম্পে হেঁটে স্পটলাইট চুরি করেছেন সেরা পোশাকে। ডিজাইনার পঙ্কজ এবং নিধির কালেকশন থেকে সাদা ডিজাইনার পোশাকে ব়্যাম্পে ধরা দেন দিয়া। এই জুটির তৈরি সাদা পোশাকে চোখ ধাঁধানো লুকে ধরা দেন বলি ডিভা।
থ্রি-পিস পোশাকটির মধ্যে রয়েছে ক্রপ টপ, লং ব্লেজার এবং প্যান্ট। ক্রপ করা শার্ট ছিল যার বোতামগুলি গলা পর্যন্ত রয়েছে। ফ্লোর-সুইপিং জ্যাকেটে ব়্যাম্পে চরম আত্মবিশ্বাসী লুকে দেখা মেলে অভিনেত্রীর। আনুষাঙ্গিক হিসেবে কানেরকাফ, একটি ঘড়ি, ব্রেসলেট এবং একটি রিং বেছে নিয়েছিলেন তিনি। দিয়ার মেকআপও ছিল অন-পয়েন্ট। আরও পড়ুন: অর্গানজা লেহেঙ্গায় শো-স্টপার তারা, ফেস্টিভ সিজনে ট্রাই করতে পারেন এমন পোশাক
দিয়া মির্জার ফ্যাশন সেন্স সবসময়ই মুগ্ধ ও অনুপ্রাণিত করে। বয়স ইতিমধ্যেই চল্লিশ পেরিয়েছে, তবে চেহারা দেখে তা বোঝার জো নেই। অভিনেত্রী দিয়া মির্জার চেহারায় যেন সব সময়ই উজ্জ্বল ভাব। অন এবং অফ-স্ক্রিনে দিয়ার লুক অনুপ্রেরণা হিসাবে কাজ করে।
শীঘ্রই ‘ধক ধক’ ছবিতে দেখা যাবে দিয়া মির্জাকে। এই ছবির জন্য চল্লিশ বছর বয়সে তিনি প্রথম রয়্যাল এনফিল্ড চালাতে শিখেছেন। ছবিতে স্ক্রিন ভাগ করেছেন রত্না পাঠক, ফতিমা সানা শেখ, ও সঞ্জনা সাঙ্ঘীর সঙ্গে।
ল্যাকমে ফ্যাশন উইকে দিয়ার এই লুক সম্পর্কে আপনাদের কী মতামত?