বাংলা নিউজ > বায়োস্কোপ > আশঙ্কাজনক লতা মঙ্গেশকর, ফের দেওয়া হল ভেন্টিলেশনে, প্রার্থনা দেশজুড়ে

আশঙ্কাজনক লতা মঙ্গেশকর, ফের দেওয়া হল ভেন্টিলেশনে, প্রার্থনা দেশজুড়ে

লতা মঙ্গেশকর।

জানুয়ারির শুরুতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে লতার। প্রায় একমাস হতে চলল তিনি হাসপাতালে।

সরস্বতী পুজোর দিনই এল খারাপ খবর। শারীরিক অবস্থা ফের জটিল লতা মঙ্গেশকরের। আর এই খবর সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। সকলের কপালেই পড়েছে চিন্তার ভাঁজ। 

এএনআই-র অনুসারে, লতা মঙ্গেশকরের শরীরে ফের অবনতি। অবস্থা আশঙ্কাজনক। ফের তাঁকে দেওয়া হয়েছে ভেন্টিলেটশনে। আপাতত আইসিইউতেই ডাক্তারদের নজরদারিতে রয়েছেন তিনি। প্রসঙ্গত, গত সপ্তাহেই ভেন্টেলেশন থেকে বের করা হয় তাঁকে। চিকিৎসক প্রীত সামদানি এবং তাঁর টিমের পর্যবেক্ষণে ছিলেন তিনি। 

জানুয়ারির শুরুতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে লতার। তারপর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ৯ জানুয়ারি থেকে সেখানেই আছেন তিনি। তাঁর শরীরে সামান্য উন্নতির আভাস পাওয়া গিয়েছিল। তবে, আজকের পাওয়া খবর অনুযায়ী ফের পরিস্থিতি গুরুতর।

লতার মুখপাত্র গায়িকার পরিবারের তরফে এর আগেই দেশবাসীর কাছে আবেদন রেখেছেন, ‘অনুরোধ, ভেসে বেড়ানো ভুয়ো খবরকে গুরুত্ব দেবেন না। লতাদিদি এখনও আইসিইউতে আছেন। বিশিষ্ট চিকিৎসক এবং তাঁর দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসক এবং পরিবারকে নিজেদের ব্যক্তিগত পরিসরে শান্তিতে থাকতে দিন।’

অযোধ্যা থেকে শুরু সারেগামাপা-র মঞ্চ নানা জায়গায় গায়িকার শরীরের উন্নতির জন্য বিশেষ যজ্ঞ করা হয়েছে। হয়েছে মহামৃত্যুঞ্জয় পাঠও। সুর-সম্রাজ্ঞী যাতে দ্রুত সেরে ওঠেন সেই কামনাই চলছে সবার মনে।

বন্ধ করুন