মঙ্গলবার রাতে লোকমত মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডে অংশ নিয়েছিলেন বলিউড সেলিব্রিটিরা। অ্যাওয়ার্ডে অনবদ্য পোশাকে ধরা দেন তাঁরা। অতিথিদের তালিকায় ছিলেন মালাইকা অরোরা, অনন্যা পাণ্ডে, শিল্পা শেট্টি, পূজা হেগড়ে, এশা গুপ্তা, রাকুল প্রীত সিং তাঁর বয়ফ্রেন্ড জ্যাকি ভগনানি, টাইগার শ্রফ, মৌনি রায়, রণদীপ হুডা, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি'সুজা এবং মণীশ পলের মতো তারকারা।
বেশির ভাগ ডিভাই লাল গালিচায় ধরা দেন গ্ল্যামারাস লুকে। পুরস্কার শোতে কোন সেলিব্রিটি কী পোশাক পরে এসেছিলেন, দেখুন-
আরও পড়ুন: নৌকায় কাঁপিয়ে বলিউডি গানে তুমুল নাচ দেবিনার, তাঁর চোখে দেখুন সুইৎজারল্যান্ড
মালাইকা অরোরা- পোশাক নিয়ে সব সময়ই খুঁতখুঁতে মালাইকা। মুম্বইয়ে লোকমত মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডস-এ লাল গালিচায় চমৎকার লুকে ধরা দেন অভিনেত্রী। পার্ল রঙের শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরে দেখা মেলে বলি ডিভার।
অনন্যা পাণ্ডে- অ্যাওয়ার্ডের লাল গালিচায় একটি সোনালি-বেইজ ভারী কাজের লেহেঙ্গা এবং অফ-দ্য-শোল্ডার ব্র্যালেট সেটে ধরা দেন। ম্যাচিং এমব্রয়ডারি করা দোপাট্টায় এথেনিক লুকে মুগ্ধ করা সাজে অভিনেত্রী।
শিল্পা শেট্টি- লোকমত মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডের জন্য মারমেইড কাটিং পোশাকে ধরা দেন বলি সুন্দরী শিল্পা। নীল রঙের ঝলমলে পোশাকে চরম গ্ল্য়ামারাস দেখাচ্ছে অভিনেত্রীকে।
রাকুলপ্রীত সিং- বয়ফ্রেন্ড জ্যাকি ভাগনানির সঙ্গে এ দিন রেড কার্পেটে হাজির হন রাকুলপ্রীত। স্লিভলেস সিল্ক-সাটিন প্লাঞ্জ-নেক ব্লাউজের সঙ্গে মেটালিক রুপোলি রঙের শাড়িতে বোল্ড লুকে ধরা দেন অভিনেত্রী।
পূজা হেগড়ে- ভারী কাজের এমব্রয়ডারি এবং মুক্তো-সাদা রঙের এনসেম্বল বেছে নিয়েছিলেন অভিনেত্রী। কাট-আউট প্লাংগিং-নেক জ্যাকেট এবং ফ্লেয়ার্ড শারারা প্যান্টে বেশ স্টাইলিশ লুকে ধরা দেন পূজা।
মৌনি রায়- পার্ল রঙের নেটের শাড়ির পাড় এবং আঁচলে ভারী কাজ করা শাড়ি পরে অনুষ্ঠানে যোগ দেন বলি ডিভা। সঙ্গে পরেছেন ম্যাচিং স্লিভলেস ব্লাউজ।
টাইগার শ্রফ- একরঙা পোশাকে লাল গালিচায় হেঁটেছিলেন অভিনেতা টাইগার শ্রফ। সাদা শার্ট, একটি ম্যাচিং নচ-ল্যাপেল ব্লেজার এবং কালো রেক্সড-ফিট প্যান্ট পরে দেখা মেলে অভইনেতার।
আপনার চোখে কার আউটফিট সেরা?