বাংলা নিউজ > বায়োস্কোপ > দ্বিতীয়বার মা হওয়ার ইচ্ছে মালাইকা আরোরা-র; ছেলে না মেয়ে, এবার কোনটা পছন্দ?

দ্বিতীয়বার মা হওয়ার ইচ্ছে মালাইকা আরোরা-র; ছেলে না মেয়ে, এবার কোনটা পছন্দ?

মালাইকা আরোরা। (ছবি-ইনস্টাগ্রাম)

ছেলে আরহানের সঙ্গে এই ব্যাপারে কথাও বলেছেন অর্জুনের প্রেমিকা।

২০১৭ সালে আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ছেলে আরহানের সঙ্গেই থাকছেন মালাইকা আরোরা। যদিও প্রায়ই তাঁকে দেখা যায় প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে সময় কাটাতে। প্রথমে বলিউডের অন্দরে এই নিয়ে লুকোছাপা থাকলেও একসময় এই প্রেমিক জুটি নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন নিজেদের সম্পর্কের কথা। তবে, এবার নতুন খবর শোনালেন মালাইকা। তাঁর মনে নাকি দ্বিতীয়বার মা হওয়ার সাধ জেগেছে। 

মালাইকা আরোরা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, ছেলে আরহানের সঙ্গে একটি সন্তান দত্তক নেওয়ার ব্যাপারে প্রায়ই আলোচনা করেন তিনি। চান অন্যান্য় বলি তারকাদের মতো একটি মেয়েকে পরিবার ও সকলের ভালোবাসা দিতে। যদিও ছেলে আরহানকে খুবই ভালোবাসেন, তবে কন্যা সন্তানের শখ নাকি তাঁর বরাবরের।

মালাইকা আরোরা ছেলে আরহান খানের সঙ্গে। (ফাইল ছবি)
মালাইকা আরোরা ছেলে আরহান খানের সঙ্গে। (ফাইল ছবি)

এই ব্যাপারে মালাইকা বলেন, ‘আসলে আমাদের পরিবারে আগে মেয়ের সংখ্যা বেশি ছিল। আর এখন শুধুই ছেলে। তাই মাঝেমাঝে শখ হয়, একটা মেয়ে থাকলে বড়ই ভালো হত। সাজগোজ থেকে শুরু করে গসিপ, ওর সঙ্গে নানা মজার মজার কাজ করতে পারতাম।’

করিনা কাপুরের রেডিও চ্যাট শো ‘What Women Want’-এ এসে আরবাজের সঙ্গে বিচ্ছেদের সময় ছেলের প্রতিক্রিয়া নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল মাল্লা-কে। ‘ছইয়া-গার্ল’ সে সময় বলেছিলেন, ‘‘আমি একটা সুস্থ পরিবেশে আমার সন্তানকে বড় করতে চেয়েছি। কিছুদিন পরেই ও বুঝতে পেরেছে আমরা একসঙ্গে যতটা না খুশি ছিলাম, আলাদা থেকে তার চেয়ে অনেক খুশি আছি। ও একদিন আমায় বলেছিল, ‘মা তোমায় খুশি দেখে আর হাসতে দেখে খুব ভালো লাগে’।’’

বন্ধ করুন