গরম মানেই একটি হালকা, ঢিলেঢালা পোশাক পরতে ভালোবাসেন সকলে। খোলেমেলা পোশাকে বলিউডের বেশ কিছু তারকারা স্বচ্ছন্দ্য। তবে এই গরমেও ফ্য়াশনে বিশেষ নজর দেন অভিনেত্রী মালাইকা আরোরা। এই গরমে স্টাইলিং টিপস খুঁজছেন, স্ট্রিট ফ্য়াশনে ট্রাই করতে পারেন মালাইকার মতো লুক।
মালাইকা একটি আরামদায়ক এবং ফ্যাশনেবল প্রিন্টেড প্লাঞ্জ-নেক ট্যাঙ্ক টপ এবং খাকি সবুজ কার্গো প্যান্টে পড়েছিলেন। গরমের জন্য মুখে তেমন একটা মেকআপই ছোঁয়াননি তিনি। মুম্বইয়ের রাস্তায় অবশ্য প্রায়শই এমন ক্যাজুয়াল লুকে দেখে মেলে মালাইকার।
এক পাপারাৎজ্জির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মালাইকার ছবি ভাইরাল হতেই প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। এক নেটিজেন কমেন্টে লিখেছেন, ‘বরাবরের মতোই সুন্দর লাগছে’। অপর একজন মন্তব্য করেছেন, ‘দুর্দান্ত লাগছে’। কারও মন্তব্য, ‘কুল লুক’-এ গরমেও যেন বরফ পড়ছে। একাংশ নেটিজেনর ছবির কমেন্ট বক্সে ভালোবাসা ইমোজি দিয়েছেন। দেখুন মালাইকার ছবি এবং ভিডিয়ো-
আরও পড়ুন: জয়া বচ্চন থেকে সলমন খান, একটুতেই নাকি রেগে যান এই বলি তারকারা

গরমে মালাইকার ফ্য়াশন
মালাইকা একটি কালো টেক্সচারযুক্ত কাঁধের ব্যাগ, সাদা স্নিকার্স এবং টিন্টেড সানগ্লাস পরেছেন পোশাকের সঙ্গে। খোলা চুলে ধরা দেন।
গত বছর, রিয়ালিটি শো ‘মুভিং ইন উইথ মালাইকা’ দিয়ে তাঁর ওটিটি আত্মপ্রকাশ করেছিলেন মালাইকা। ব্যক্তিগত জীবনের জন্য় প্রায়শই চর্চায় থাকেন অভিনেত্রী। ১৯৯৮-সালে ভালোবেসেই আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা।এরপর দীর্ঘ ১৮ বছর পর দাম্পত্য জীবনে ইতি টানেন দুজনে।
অভিনেতা-প্রযোজক আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর ১০ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে নাম জড়ায় মালাইকার। আরবাজ এবং মালাইকার একমাত্র পুত্র সন্তানের নাম আরহান খান। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন আরহান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বয়ফ্রেন্ড অর্জুন কাপুরকে নিয়ে খোলামেলা কথা বলেছেন মালাইকা। ১০ বছরের ছোট অর্জুনের সঙ্গে তাঁর রসায়ন সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, 'অর্জুন ওঁর বয়সের তুলনায় অনেক পরিণত বলেই আমি মনে করি। অর্জুনের মধ্যে একটা সুন্দর মন রয়েছে। ও সঙ্গীর প্রতি যত্নশীল আবার একই সঙ্গে ও একজন স্বাধীনচেতা পুরুষ। আজকাল ওঁর মতো পুরুষ মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায়।’