হাতে ৫০০ টাকার নোট। সেটাই উল্টে পাল্টে ভালো করে দেখে নিচ্ছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ক্যামেরা সামনে আসতেই বললেন ‘দেখতেই হয়, আসল নাকি নকল! এই নোটই আমার বন্ধু মাইকেলের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে।’ মনোজ বাজপেয়ী বলেন, আসলে তিনজন আছেন, যাঁরা এই নকল নোটের খেলায় মেতেছেন। একজন শিল্পী, নকল নোটের ডিজাইন করেন, আরেকজন আছেন, যিনি পুরো নেটওয়ার্ক দেখছেন, আর তৃতীয়জন পুলিস। মনোজ বলেন, ‘আমাদের সত জন্মের বেতন দু'ঘণ্টায় প্রিন্ট হয়ে যাচ্ছে।' আর এরপরেই ফোনে একজনকে মনোজ বাাজপেয়ী বলেন, ‘১২ হাজার কোটি টাকার নকল নোটের জাহাজ ঢুকছে, শুনেছেন?’
এসব কথা শুনে আপনিও ভয় পাচ্ছেন তো? আমিও প্রথমে চমকেই গিয়েছিলাম। তবে নাহ, ভয় পাবেন না, মনোজ বাজপেয়া আসছে শাহিদ কাপুরের ওয়েব সিরিজ 'ফারজি'র কথা বলছেন। যে 'ফারজি'র গল্পে উঠে এসেছে জাল নোটের কথা। তারই প্রচারে এবার দেখা গেল মনোজ বাজপেয়ীকে। আমাজন প্রাইম ভিডিয়োর ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে মনোজ বাজপেয়ীর এই ভিডিয়ো। তবে শুধুই প্রচার নয় এই ওয়েব সিরিজে শ্রীকান্ত তিওয়ারি ওরফে মনোজকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। অভিনেতার কথায়, যে মাইকেল এবং চেলাম স্যারের কথা উঠে আসে। মাইকেল ও চেলামকেও এই ওয়েব সিরিজে কিছু মুহূর্তের জন্য দেখা যাবে। কারণ 'ফারজি'-র সঙ্গে মনোজের ‘দ্যা ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের কিছুক্ষণের জন্য যোগ তৈরি করতে চলেছে পরিচালক। আর সেকারণেই শ্রীকান্ত তিওয়ারি ওরফে মনোজকে 'ফারজি'-তেও দেখা যাবে।
মনোজ-এর কাছে ‘ফারজি’তে কাজ করার অভিজ্ঞতার কথা জানতে চাওয়া হলে তিনি বলেন। ‘পরিচালক রাজ এবং ডিকে-র সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ, কারণ ওঁরা সবসময় আকর্ষণীয় এবং অপ্রত্যাশিত কিছু অফার করে। যদিও দ্য ফ্যামিলি ম্যান এবং ফারজির ক্রসওভার ছিল মাত্র কয়েক মিনিটের জন্য, তবে আশা রাখি দর্শকদের এটা ভালো লাগবে।’
প্রসঙ্গত, বড়পর্দার পর 'ফারজি'র হাত ধরেই ওয়েব মাধ্যমে পা রেখেছেন শাহিদ কাপুর। গত ১০ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছে এই সিরিজ। শাহিদের সঙ্গে এখানে বিজয় সেতুপতিকেও দেখা যাচ্ছে। এই ক্রাইম থ্রিলার সিরিজটি ইতিমধ্যেই দর্শকদের থেকে ভালো সাড়া পাচ্ছে।