গত ১৫ নভেম্বর, বুধবার ভারিত বনাম নিউজিল্যান্ডের সেমি ফাইনালের ম্যাচে স্পোর্টস প্রেজেন্টার মায়ান্তি ল্যাঙ্গার এবং সুনীল গাভাসকরের পোশাক নিয়ে চরম ট্রোল্ড হন। এদিন সুনীল গাভাসকর একটি সাদা শার্ট এবং নীল প্যান্ট পরেছিলেন। অন্যদিকে মায়ান্তির পরনে ছিল নীল ব্লেজার এবং একটি মিনি স্কার্ট। যেহেতু মায়ান্তির ব্লেজার এবং সুনীলের প্যান্টের রং এক তাই অনেকেই মজা করে বলেছেন যে তাঁরা নাকি একই সেট থেকে পোশাক ভাগাভাগি করে পরেছেন। সেই ট্রোলের পর বিশ্বকাপের ফাইনালে তাঁদের একদম অন্যরূপে দেখা গেল।
বিশ্বকাপের ফাইনালে কী পরেছিলেন সুনীল-মায়ান্তি
এদিন মায়ান্তি একটি কালো ব্লেজার এবং প্যান্ট পরেছিলেন। অল ব্ল্যাক লুকে ধরা দেন তিনি। কেউ কেউ বলছেন মানুষের কথার জোর এতটাই যে তাঁকে পুরো পোশাক পরতে বাধ্য করা হল। অন্যদিকে সুনীল গাভাসকর একটি কাউ হ্যাট পরে এসেছেন। সঙ্গে আবার বুট জুতো। তাঁর এই সাজ দেখে তাজ্জব হয়ে গিয়েছেন সকলেই।
আরও পড়ুন: 'একজন অনুপ্রেরণা...' বিশ্বকাপের ফাইনালের আবহে 'মিষ্টি প্রতিবেশী' বিরাটের প্রশংসা ক্যাটরিনার
আরও পড়ুন: 'আত্মবিশ্বাস বেশিই বেড়ে গেছে...' ফিনালের আগে কাবোকে চ্যালেঞ্জ স্নেহা-নিষ্ঠার, বিজয়ী হবেন কে?
ট্রোল নিয়ে কী বলেন মায়ান্তি?
নেটিজেনরা বিগত কয়েকদিন ধরে যেভাবে মায়ান্তি ল্যাঙ্গারের পোশাক নিয়ে ট্রোল করেছেন সেটা চোখ এড়ায়নি এই স্পোর্টস প্রেজেন্টারের। তিনি তার উত্তর দিয়ে বলেন, সেদিন তিনি ছোট বা কম পোশাক পরে এসেছিলেন যাতে তিনি ফাইনালে পুরো পোশাক পরে আসেন।
ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ
এদিন বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই হাইভোল্টেজ ম্যাচ দেখতে মাঠে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সদগুরু, আশা ভোঁসলে, শাহরুখ খান সহ একাধিক তারকা। বাদ যাননি অনুষ্কা শর্মা, আথিয়া শেট্টি, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, প্রমুখ।