গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে রুদ্ধশ্বাস ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ। আইসিসি ওয়ার্ল্ড কাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগে ব্যাট করতে নামে ভারত। সেখানে ২৪০ রান করে রোহিতরা। এদিন বিরাট কোহলি আবারও অর্ধ সেঞ্চুরি হাঁকান। ৫৪ রান করেন তিনি। তবে তিনি বিশ্বকাপ খেলতে নামার আগে তাঁর প্রশংসা শোনা যায় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মুখে।
বিরাট কোহলিকে নিয়ে কী বললেন ক্যাটরিনা
ক্যাটরিনা কাইফ এদিন আস্ক মি এনিথিং সেশনের আয়োজন করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই এক ব্যক্তি তাঁকে বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন করেন। জানতে চান তাঁর কাছে বিরাট কোহলি কী? উত্তরে ভিকি পত্নী বলেন, 'ও একজন দারুণ অনুপ্রেরণা, ও দুর্দান্ত, এবং সর্বোপরি আমাদের মিষ্টি প্রতিবেশী।'
আরও পড়ুন: 'কী জানি আদৌ ক্রিকেট বোঝে কিনা...' বউ অভিনেত্রী, তবুও অনুষ্কা-আথিয়াকে নিয়ে কুরুচিকর মন্তব্য হরভজনের
আরও পড়ুন: ফাইনালে অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ে স্তম্ভিত মাধবন, উৎকণ্ঠা প্রকাশ করে লিখলেন, 'ওরা যেন সর্বত্র'
প্রসঙ্গত অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি আদতে ভিকি এবং ক্যাটরিনার প্রতিবেশী। ২০২১ সালে ক্যাট-ভিকির বিয়ের পর তাঁরা এই ফ্ল্যাটে যখন আসেন তখন থেকেই তাঁরা একে অন্যের প্রতিবেশী।
ক্যাটরিনা এদিন কাকে সমর্থন করছেন?
রবিবার ১৯ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ। আইসিসি ওয়ার্ল্ড কাপের এই ফাইনাল ম্যাচে ক্যাটরিনা কাকে সমর্থন করছেন সেটা জিজ্ঞেস করেন এক ব্যক্তি। উত্তরে অভিনেত্রী বলেন, 'অবশ্যই ভারত। এটা নিয়ে কোনও সন্দেহ নেই।' তিনি কিছুদিন আগেই এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতের দুর্দান্ত ফর্মের প্রশংসা করেন। তাঁদের শুভেচ্ছাও জানিয়েছিলেন ফাইনালের জন্য। ক্যাটরিনাকে দেখা না গেলেও সেমি ফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন ভিকি কৌশল।
ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ
এদিন বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই হাইভোল্টেজ ম্যাচ দেখতে মাঠে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সদগুরু, আশা ভোঁসলে, শাহরুখ খান সহ একাধিক তারকা। বাদ যাননি অনুষ্কা শর্মা, আথিয়া শেট্টি, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, প্রমুখ।