বক্স অফিসে ফের একবার ফ্লপের মুখ দেখতে হল অক্ষয় কুমারকে। অগস্ট মাসে মুক্তি পাওয়া ওএমজি ২ বক্স অফিসে হিট করে। বিশ্বব্যপী ২২০ কোটিরও বেশি ব্যবসা করে সেই ছবি। কিন্তু সেপ্টেম্বর রিলিজ মিশন রানিগঞ্জের ক্ষেত্রে তেমনটা হল না। নেটিজেনরা ইতিমধ্যেই তাঁর আর পরিণীতি চোপড়া-র সিনেমার গায়ে সেঁটে দিয়েছেন ‘ফ্লপ’ তকমা।
sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট বলছে, মিশন রানিগঞ্জ তার প্রথম বুধবার অর্থাৎ ষষ্ঠ দিনে ব্যবসা করল দেড় কোটিরও কম। এখন প্রশ্ন, হলে দ্বিতীয় সপ্তাহ চলবে তো এই সিনেমা?
মিশন রানিগঞ্জ বক্স অফিস কালেকশন
রানিগঞ্জ শহরের কয়লাখনিতে আটকে পড়েছিলেন ৭১ শ্রমিক ভূগর্ভস্থ জল ঢুকে খনির মুখ বন্ধ করে দেওয়ার কারণে। সেই সময় মাইন ইঞ্জিনিয়র যশবন্ত সিং গিল নিজের বিচারবুদ্ধি দিয়ে খনির উপর থেকে বোরহোল করে ‘ক্যাপসুল’ নামিয়ে উদ্ধার করে এলেছিলেন আটকে থাকা মানুষগুলোকে। নিজের জীবনের পরোয়া না করে সেই উদ্ধারকার্যে খনিতে নেমেছিলেন যশবন্ত সিং গিল নিজেও। সেই রিয়েল লাইফ হিরোকে নিয়েই অক্ষয়ের এবারের বায়োপিক। আরও পড়ুন: ওটিটি-তে দেখা যাবে না পুরো ‘ওএমজি ২’? অক্ষয় বলছেন, ‘আমিই না বললাম কারণ…’
তবে দেখা গেল, রুস্তম কিংবা প্যাডম্যানের মতো এই সিনেমা জায়গা করে নিতে পারল না দর্শক মনে। একদম শুরুর দিন থেকেই এল প্রত্যাখ্যান। মুক্তির দিন অর্থাৎ শুক্রবারে ছবি খাতা খোলে ২.৮ কোটি দিয়ে। এরপর শুক্র ও শনিবারে আয় খানিকটা বেড়ে হয়েছিল ৪.৮ কোটি ও ৫ কোটি। কিন্তু কাজের দিন আসতে ফের কমল আয়। সোম, মঙ্গল ও বুধে মিশন রানিগঞ্জের আয় ১.৫ কোটি, ১.৫ কোটি ও ১.৩০ কোটি। আর ৬ দিন মিলিয়ে ভারতের বাজার থেকে সিনেমার মোট আয় ১৬.৯০ কোটি।
যদিও এই সিনেমার বক্স অফিসে সাফল্য না আশ নিয়ে মোটেও আশাহত নন অক্ষয়। বরং জানিয়েছেন, চাইলেই রাওডি রাঠোর, সিং ইজ কিং-এর মতো এর দুই তিনগুণ আয় তিনি করতে পারেন। কিন্তু প্যাডম্যান বা মিশন রানিগঞ্জের মতো সিনেমা তাঁকে সন্তুষ্টি দেয়। শুধু তাই নয় মিশন রানিগঞ্জকে নিজের কেরিয়ারের ‘সেরা ছবি’-ও বলে দিয়েছেন নির্দিধায়।
মিশন রানিগঞ্জে অক্ষয়-পরিণীতি ছাড়াও রয়েছেন কুমুদ মিশ্র, পবন মালহোত্রা, রবি কিষণ, রাজেশ শর্মা, বীরেন্দ্র সাক্সেনারা। পরিচালনা করেছেন রুস্তম-খ্যাত তিরু সুরেশ দেশাই।