১৮৯৯ সালের ১৩ নভেম্বর। রানিগঞ্জের এক কয়লাখনিতে কাজ চলছিল আর পাঁচটা দিনের মতোই। তবে হঠাৎ জল ঢুকে বন্ধ হয়ে ভূগর্ভে থাকা খনির বড় অংশে। আটকা পড়েন ৭১ জন কর্মী। সেই সময় ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল। খনির উপর থেকে বোরহোল করে ‘ক্যাপসুল’ নামিয়ে চালানো হয়েছিল উদ্ধারকার্য। আর সেটাকে নিয়েই সিনেমা বানিয়েছেন অক্ষয় কুমার। আর ‘হিরো’ যশবন্তের চরিত্রে দেখা মিলবে অক্ষয় কুমারের। সোমবার প্রকাশ্যে এল ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’-এর ট্রেলার।
২ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলারে দেখা যাচ্ছে খনির নীচে আটকে পড়া শ্রমিকরা প্রাণে বাঁচাতে আকুতি-মিনতি করছে। বাইরে সেই মানুষগুলোর বাড়ির লোক জড়ো হয়ে নেমেছে প্রতিবাদে। তার মাঝেই একনিষ্ঠভাবে কাজ করে চলেছে যশবন্ত। এমন এক নতুন পদ্ধতি সে ব্যবহার করছে, যা ভারতে আগে কখনও হয়নি। খনি-শ্রমিকদের প্রাণ বাঁচাতে নীচে নেমে নিজের জীবন বিপন্ন করতেও পিছপা হয় না এই মাইন ইঞ্জিনিয়ার। এক ঝলক দেখা মিলল যশবন্তের স্ত্রী হিসেবে অভিনয় করা পরিণীতি চোপড়ারও। যে বরের এক সাহসিকতায় এক বুক গর্ব নিয়ে বলে, ‘প্রথমে ও একজন মাইনর, তারপর আমার স্বামী’।
‘মিশন রানিগঞ্জ’-এর ট্রেলার ইনস্টাগ্রামে শেয়ার করে নিলেন অক্ষয় কুমার। লিখলেন, ‘সর্দার যশবন্ত সিং গিল এই ট্রেলার আপনার বাহাদুরি, আপনার স্মৃতিতে উৎসর্গ করলাম। আপনার সাহসকে কুর্নিশ জানাই। রব রাখা।’
সেদিনের উদ্ধারকার্যে শুধু নেতৃত্বই দেননি যশবন্ত গিল, নিজে নীচে নামেন। সবার শেষে উপরে এসেছিলেন। যশবন্তের সেই সাহসিকতার ছবিই এবার দেশবাসীর সামনে তুলে ধরবেন অক্ষয় কুমার। এর আগেও এয়ারলিফট, বেলবটমের মতো ছবিতে অক্ষয় চমক রেখেছেন। দেশের বীর যারা বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে নিজের বাহাদুরি দিয়ে, সেই গল্প শুনিয়েছে দর্শকদের। এবার সেই তালিকায় জুড়ল মিশন রানিগঞ্জের নামও।
শেষ অক্ষয়কে দেখা গিয়েছে ‘ওএমজি ২’ ছবিতে। যা ‘গদর ২’-এর সঙ্গে পাল্লা দিয়ে ১৫০ কোটির উপরে ব্যবসা করে বক্স অফিসে। এবার পালা মিশন রানিগঞ্জের। ৬ অক্টোবর এই সিনেমার মুক্তি পাওয়ার কথা রয়েছে। তিনি ও পরিণীতি ছাড়াও রয়েছেন ছবিতে রয়েছেন কুমুদ মিশ্র, পবন মালহোত্রা,রবি কিষাণ, বরুণ বাদোলা, দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মা, শিশির শর্মা, সুধীর পান্ডে, জামিল খান, বচন পাচেরা, বীরেন্দ্র সাক্সেনা সহ আরও অনেকে। ছবি পরিচালনা করেছেন রুস্তম-খ্যত টিনু সুরেশ দেশাই।