এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অন্যতম জনপ্রিয় বাংলা সিরিয়াল মিঠাই। ঠিক ততটাই জনপ্রিয় এই ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্র আদৃত রায় ও সৌমিতৃষা কুণ্ডু। তবে গত বছর থেকেই এই দুই লিড কাস্টের মধ্যে ঝামেলার খবর সামনে এসেছে। আর যার কারণ হিসেবে বারবার দোষ দেওয়া হয়েছে ধারাবাহিকে ‘নন্দা’ চরিত্রে থাকা কৌশাম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty)-র উপর। টলিপাড়ার ওপেন সিক্রেট, অনস্ক্রিন দিদিয়ার সঙ্গে ছুটিয়ে প্রেম করছেন উচ্ছেবাবু আদৃত।
রবিবার সোশ্যাল মিডিয়ায় কোনও এক কফি শপ থেকে ছবি শেয়ার করেন কৌশাম্বি। কালো ট্যাঙ্ক টপ আর কালো জিন্স, সঙ্গে নীল স্ট্রাইপড শার্ট। ক্যাপশনে লিখলেন, ‘Stressed, blessed, and coffee obsessed’! (চাপে, আশীর্বাদে আর কফি আবেশে)। আরও পড়ুন: প্রিয়াঙ্কাকে নাচতে দেখে নাচছে গৌরী! আম্বানিদের অনুষ্ঠানে ঘটে গেল অভাবনীয় ঘটনা
এই ছবির তলাতেই ধেয়ে এল কটাক্ষ। এক নেট-নাগরিক মন্তব্য করেছেন, ‘তোমার বেস্ট ফ্রেন্ডের তো পায়ে ব্যাথা, কার সাথে আসলে? নিশ্চই একা আসনি!’ আরেকজনের কমেন্ট, ‘সিডের শার্টটা মনে হচ্ছে!’ তৃতীয় ব্যক্তি লিখলেন, ‘তাহলে কি আদৃতদা ঠিক হয়ে গেছে? তাই ব্লেসড ফিল করছ। চিন্তা করো না এত। কদিনেই সব আগের মতো হয়ে যাবে।’ আরও পড়ুন: ‘বাঙালিকে জেতাবে না জানতাম!’, দেবস্মিতা-বিদিপ্তারা না জেতায় হতাশ বাংলার মানুষ
আসলে মিঠাই ভক্তদের একাংশের মত, সৌমিতৃষা (Soumitrisha Kundu) পছন্দ করত তাঁর অনস্ক্রিন হিরোকে। কিন্তু কৌশাম্বি আর আদৃতের এই ভালোলাগায় নষ্ট হয়েছে সেই জুটি। তাই তাঁদের যত রাগ গিয়ে পড়ে কৌশাম্বির উপর। সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা শুরু হয়। এর আগেও বহুবার এরকম কটাক্ষ ভেসে এসেছে কৌশাম্বিকে লক্ষ্য করে।
আপাতত পায়ে চোট পাওয়ার জেরে ছুটিতে আছেন আদৃত (Adrit Roy)। মিঠাইয়ের (Mithai) বেশ কয়েকটি এপিসোডে তাঁর দেখা মেলেনি। ফলত পানসে ঠেকছে অনেকেরই কাছে সেই ধারাবাহিক এখন। আসল সিড-মিঠাইয়ের জুটি অনলাইনে খুব জনপ্রিয়। দুজনের মধ্যে অফস্ক্রিন ভাব না থাকলে কী হবে, অনস্ক্রিন কেমিস্ট্রিকে চোখে হারায় ভক্তরা। তাই অধীরে চলছে আদৃতের সেটে ফেরার অপেক্ষা। কৌশাম্বিও কি ‘বেস্ট ফ্রেন্ড’কে মিস করছেন সেটে?
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)