বাংলা নিউজ > বায়োস্কোপ > Mithun Chakraborty on Salman Khan: 'সবাই ওকে ভুল বোঝে', সলমনের সঙ্গে সম্পর্কের কথা ভাগ মিঠুনের, দিলেন শেরদিল আখ্যা

Mithun Chakraborty on Salman Khan: 'সবাই ওকে ভুল বোঝে', সলমনের সঙ্গে সম্পর্কের কথা ভাগ মিঠুনের, দিলেন শেরদিল আখ্যা

সলমনের সঙ্গে সম্পর্কের কথা ভাগ মিঠুনের

Mithun Chakraborty on Salman Khan: সলমন খানের সঙ্গে দারুণ সম্পর্ক মিঠুনের। এমনটাই জানালেন এই বর্ষীয়ান অভিনেতা। বললেন তাঁদের মধ্যে ভাই-ভাইয়ের সম্পর্ক, তাঁরা একে অন্যের সঙ্গে অনেক কিছু ভাগ করেন। অভিনেতা আরও বলেন সলমন নাকি 'শেরদিল'। কিন্তু লোকজন তাঁকে হামেশাই ভুল বোঝে।

ফের খবরের শিরোনামে ফিরে এসেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। হেতু? তাঁর কনিষ্ঠ পুত্র নমশির প্রথম ছবি মুক্তি এবং দ্বিতীয়ত তাঁর বিখ্যাত ছবি ডিস্কো ড্যান্সারের মিউজিক্যাল রূপ এবার থিয়েটারের মঞ্চে প্রদর্শিত হতে চলেছে।

প্রসঙ্গত ১৯৭৬ সালে মৃগয়া ছবির হাত ধরে সিনে জগতে পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তী। মৃণাল সেনের এক ছবির জন্যই তিনি প্রথম জাতীয় পুরস্কার পান। কিন্তু প্রথম ছবিতেই এত বড় সাফল্য আসা সত্বেও মিঠুনকে তাঁর কেরিয়ারে অনেক খারাপ সময় দেখতে হয়েছে। একই সঙ্গে পেয়েছেন ভালো সময়েও। সম্প্রতি তিনি জানালেন তাঁর কেরিয়ারের সেই মন্দ দিনগুলোর সময় তাঁর পাশে ‘খান’ পরিবার ছিল। সেলিম খান (Salim Khan), সলমন খান (Salman Khan) সকলেই তাঁর পাশে ছিলেন বলে জানান মিঠুন। একই সঙ্গে তিনি সলমনকে শেরদিল বলেও অভিহিত করেন। বলেন মানুষ অনেক সময়ই সলমনকে ভুল বোঝেন।

ইদ উপলক্ষ্যে ১৪ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেল ভাইজানের নতুন ছবি কিসি কা ভাই কিসি কি জান ছবিটা। প্রায় চার বছর পর আবার সলমনের কোনও ছবি ইদে মুক্তি পেল। ফলে দর্শকদের মধ্যে তাঁকে এবং তাঁর ছবিকে ঘিরে উন্মাদনার শেষ নেই।

সলমন খান তিনটি ছবিতে মিঠুনের সঙ্গে কাজ করেছেন। কিক, বীর, যুবরাজ- এই তিন ছবিতে সলমন এবং মিঠুনকে একত্রে দেখা গিয়েছিল। মিঠুন জানালেন তাঁদের মধ্যে আজও ভীষণ ভালো সম্পর্ক আছে।

পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান তাঁর সঙ্গে খান পরিবারের অত্যন্ত সুসম্পর্ক। তাঁর কথা অনুযায়ী, 'আমি যখন সলমনকে চিনি বা প্রথমবার দেখি তখন ও সলমন হয়ে ওঠেনি। ও সেলিমের ছেলে ছিল। সেলিম জি আমার জন্য অনেক লড়াই করেছিলন। একবার তিনি আমার দিকে তাকিয়ে বলেছিলেন তোমার মুখের মধ্যে আলাদা একটা মায়া আছে। তুমি অভিনেতা হচ্ছো না কেন? তিনি আমায় একটা ছবিতে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তখন ভাগ্য সঙ্গ দেয়নি। আমি কখনই সেলিম জির সামনে মাথা তুলে কথা বলতে পারিনি।'

তিনি আরও বলেন, 'সলমন আমায় বড় ভাইয়ের মতো সম্মান করে। আমাদের দেখা হলেই একসঙ্গে খুব মজা করি। একে অন্যের সঙ্গে অনেক গোপন কথা ভাগ করে নিই। মানুষ অনেক সময়ই ওকে ভুল বোঝেন। কিন্তু আদতে ওর মতো শেরদিল মানুষ খুব কম আছে।'

মিঠুনকে শেষবার প্রজাপতি ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিটা বক্স অফিসে হিট করেছিল। এছাড়া গত বছর তাঁকে দ্য কাশ্মীর ফাইলস ছবিতেও দেখা গিয়েছিল অনুপম খের, পল্লবী যোশী প্রমুখের সঙ্গে।

বন্ধ করুন