মেয়ে এখনও দু-বছর পূর্ণ করেনি, এর মধ্যেই দ্বিতীয় সন্তানের বাবা হলেন অভিনেতা মোহিত মারওয়া। হ্যাঁ, সোনম-জাহ্নবীরা ফের পিসি হলেন। অভিনেতা মোহিত মারওয়া ও তাঁর স্ত্রী অন্তরা মোতিওয়ালা এবার পুত্র সন্তান লাভ করেছেন। ২০১৮ সালে টিনা অম্বানির ভাইঝি অন্তরাকে বিয়ে করেছেন অর্জুনের তুতো ভাই। এর আগে ২০২১ সালের অক্টোবরে মেয়ের মা হয়েছিলেন অন্তরা। তিন থেকে তাঁদের পরিবারের সদস্য সংখ্যা বেড়ে হল চার।
সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে মোহিতের পরিবারে তরফে এই সুখবর ভাগ করে নেওয়া হয়। জানা গিয়েছে ১লা জুলাই ছেলের জন্ম দিয়েছেন অন্তরা। বিবৃতিতে বলা হয়, ‘অন্তরা আর মোহিত অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ তাঁদের দ্বিতীয় সন্তানের আগমনে। ১লা জুলাই তাঁদের পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ মোতিওয়ালা ও মারওয়া পরিবারের তরফে। থিয়ার ভাই এসে গিয়েছে’।
চলতি বছর মার্চ মাসে ল্য়াকমে ফ্য়াশন উইকের মঞ্চে হেঁটে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রকাশ্যে আনেন অন্তরা। সাদা ক্রপ টপ ও স্কার্টে বেবি বাম্প ফ্লন্ট করেন অন্তরা। তারপর থেকে প্রেগন্য়ান্সির নানান মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করে নিতেন সোনমের ভাই-বউ।
অনিল কাপুর, বনি কাপুরদের বোন সুনীতা মারওয়ার পুত্র মোহিত। মামাদের দেখানো পথে হেঁটে বলিউডেই কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেছেন মোহিত। ২০১৪ সালে ‘ফাগলি’ ছবির সঙ্গে অভিনয় কেরিয়ার শুরু তাঁর। পরবর্তীতে ‘রাগ দেশ’-এর মতো ছবিতেও কাজ করেছেন। বেশ কিছু শর্ট ফিল্মেও অভিনয় করেছেন মোহিত। কিন্তু সেই অর্থে টেক-অফ করেনি মোহিতের ফিল্মি কেরিয়ার।
এতদিন কাপুর পরিবারে সবচেয়ে খুদে সদস্য় ছিল সোনম পুত্র বায়ু, তবে আর ছোট রইল না সে। তাঁর চেয়েও পুচকে সদস্য এসে গিয়েছে, অন্যদিকে দু-বছরের জন্মদিনের আগে দিদির পদে উত্তীর্ণ হল থিয়া। নতুন বাবা-মা'র জন্য সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে অভিনন্দন বার্তা।