বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev: রেড রোডে পুজো উৎসবে হাজির রাজ, লাভলি থেকে মিমি! ‘দেব কোথায়?’, প্রশ্ন নেটিজেনের

Dev: রেড রোডে পুজো উৎসবে হাজির রাজ, লাভলি থেকে মিমি! ‘দেব কোথায়?’, প্রশ্ন নেটিজেনের

মুখ্যমন্ত্রীর পুজোর উৎসবে কেন দেখা গেল না দেবকে?

রেড রোডে মুখ্যমন্ত্রীর পুজোর উৎসবে উপস্থিত রাজ চক্রবর্তী থেকে মিমি, সায়ন্তিকারা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ডাকা শোভাযাত্রায় টলিউড তারকাদের ঢল। অনেকের মনেই প্রশ্ন ছিল, ‘দেব কোথায়?’

এক মাস আগেই তিলোত্তমায় শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজো। ঠিক একমাস পর ১ অক্টোবর দুর্গাপুজোর মহাষষ্ঠী। আর বৃহস্পতিবার বাঙালির জন্য ছিল এক বিশেষ দিন। বাংলা দুর্গাপুজোকে ‘আবহমান ঐতিহ্য’-এর তালিকায় স্থান দিয়েছে ইউনেসকো।

দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় এ দিন ইউনেস্কোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করল তিলোত্তমা। রেড রোডে সংবর্ধনা জানানো হয় ইউনেস্কোর প্রতিনিধিদের। বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় বিদেশে অতিথিদের। তাঁদের ধন্যবাদ জানিয়েই বৃহস্পতিবার শোভাযাত্রার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আরও পড়ুন: প্রয়াত ঐশ্বর্যর ‘পোন্নিয়ান সেলভান' ছবির গায়ক বাম্বা বাক্য, বয়স হয়েছিল ৪৯

এদিন রথী-মহারথীদের ভিড়ে অনুষ্ঠানে যোগ গিয়েছিলেন টলি এবং টেলি পাড়ার তারকারা। মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্য, লাভলি মৈত্রদের দেখা মিলেছে অনুষ্ঠানে। কিন্তু অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী (দেব) কোথায়? অনুষ্ঠানে কেন হাজির হননি তিনি? আরও পড়ুন: প্রথম প্যান ইন্ডিয়া ছবি 'শোলে'! বর্তমান সময়ের ছবির সফলতা প্রসঙ্গে পরিচালক রমেশ

জানা গিয়েছে, তারকা সাংসদ দেব এ দিন ব্যস্ত ছিলেন নিজের বাড়ির পুুজোয়। বাইপাসের ধারে বিলাসবহুল আবাসনে থাকেন অভিনেতা। সেখানেই ধুমধাম করে প্রতি বছর গণেশ পুজো করেন। চলতি বছরও অন্যথা হয়নি। গণেশ বন্দনা উপলক্ষেই অভিনেতার বাড়িতে খাওয়াদাওয়ার এলাহি আয়োজন ছিল। বাড়ির অতিথিদের সামাল দিতে গিয়েই এই অনুষ্ঠানে দিদির সঙ্গে যোগ দিতে পারেননি অভিনেতা তথা সাংসদ।

 

বন্ধ করুন