গুজরাটের জামনগরে প্রায় সপ্তাহখানেক ধরে ধুমধাম করে চলল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান। তাঁদের এই প্রাক বিবাহ অনুষ্ঠানে দেশ, বিদেশের একাধিক তারকা, শিল্পী, ব্যবসায়ীরা এসেছিলেন। মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়েতে যেন চাঁদের হাট বসে গিয়েছিল। সেই অনুষ্ঠানের একাধিক ছবি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। এই অনুষ্ঠানে এসেছিলেন শাহরুখ খান। সঙ্গে ছিল তাঁর গোটা পরিবার। এবার শাহরুখ খানকে নিয়ে কী বললেন মুকেশ আম্বানি?
শাহরুখ খানকে নিয়ে কী বললেন মুকেশ?
অনন্ত রাধিকার প্রায় সপ্তাহখানেক ধরে চলা প্রাক বিবাহ অনুষ্ঠানের একটি অনুষ্ঠানে মুকেশ আম্বানি তাঁর স্ত্রী নীতা আম্বানির সঙ্গে মঞ্চে উঠেছিলেন কিছু কথা বলতে। সেখানে তিনি জানান যে ছোট ছেলে অনন্তের একজন গডফাদার আছেন। তিনি আবার একজন বলিউড তারকা।
আরও পড়ুন: 'একটা মানুষ কুকুর হয়ে গেল...' রিসেপশনে মিডিয়া - ড্রাইভারদের অপমান! সাফাই দিয়ে কী বললেন শ্রীময়ী?
মুকেশ আম্বানির সেই বক্তব্যের ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যানকে শাহরুখের পরিচয় করাতে দেখা যাচ্ছে। একই সঙ্গে তিনি সেখানে জানান তাঁর সঙ্গে শাহরুখ খানের যোগাযোগ কতটা নিবিড়, কতটা গভীর।
মুকেশ আম্বানির কথায়, 'অনন্ত যখন ছোট ছিল তখন থেকেই ওর একজন গডফাদার আছে।' এরপর তিনি তাঁর বেটার হাফ নীতা আম্বানিকে বলেন তাঁর পরিচয় দিতে। কিন্তু নীতা বুঝেই উঠতে পারেন না কে এই গডফাদার। তিনি যখন থই খুঁজে না পেয়ে স্বামীর কানে কানে কথা বলতে শুরু করেন তখন দর্শকরা চেঁচিয়ে বলেন 'গডফাদার স্টেজে আসুক।' এরপর শাহরুখকে হাসিমুখে স্টেজে উঠতে দেখা যায়। এখান থেকো স্পষ্ট হয়ে যায় কেন শাহরুখ খান অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠানে অতবার নেচেছেন।
আরও পড়ুন: বছর ঘুরতেই ফের নিকাহ পড়লেন রাখি সাওয়ান্তের প্রাক্তন! এবার আদিল খান দুরানির পাত্রী কে?
কে কী বলছেন?
এই ভিডিয়ো ভাইরাল হতেই এক ব্যক্তি লেখেন, 'এবার সবাই বুঝছেন তো কেন শাহরুখ খান আম্বানির বিয়েতে গিয়ে নেচেছেন?' কেউ আবার লেখেন, ' অনন্ত আম্বানি দারুণ ভাগ্যবান যিনি একজন ঈশ্বরের দূতকে নিজের গডফাদার হিসেবে পেয়েছেন।'
অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান
১ মার্চ থেকে গুজরাটের জামনগরে শুরু হয়েছে রাধিকা এবং অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠান। শেষ হবে ৩ মার্চ। তাঁদের এই অনুষ্ঠানে দেশে, বিদেশের বহু শিল্পী, তারকারা এসেছেন। গান গেয়ে তাক লাগিয়েছেন রিহানা। নাচতে দেখা যায় শাহরুখ খান, সলমন খান, আমির খানকে। ধোনি সহ অমিতাভ বচ্চন, প্রমুখকেও দেখা যায় এই অনুষ্ঠানে। মেয়ে রাহাকে নিয়ে এসেছিলেন রণবীর আলিয়াও। শেষদিনের অনুষ্ঠানের গান গান শ্রেয়া ঘোষাল, অরিজিতও।