তাঁকে একাধিক ছবিতে একাধিকবার শিব স্বয়ম্ভুর চরিত্রে দেখা গিয়েছে। এবার সেই অভিনেতা অর্থাৎ অক্ষয় কুমার কিনা জানালেন তাঁর সঙ্গে ভগবান শিবের আত্মিক যোগাযোগ আছে। মহাশিবরাত্রির দিনে তিনি তাঁর ধার্মিক মনোভাব নিয়ে কথা বললেন। জানালেন তাঁর নিজের পাওয়া না পাওয়া, বোঝা, অনুভূতি এবং অভিজ্ঞতার কথা।
শিবরাত্রি প্রসঙ্গে কী জানালেন অক্ষয়?
সম্প্রতি হিন্দুস্তান টাইমসের মুখোমুখি হয়েছিলেন অক্ষয় কুমার। সেখানেই তিনি জানিয়েছেন যে তাঁর জীবনে শিবের অবদান অনেকটাই। তার প্রভাব অনেকটাই। অভিনেতার মায়ের মৃত্যুর পর থেকেই শিবের সঙ্গে তাঁর এই আত্মিক যোগ আরও অনেক বেশি নিবিড় হয়েছে। এই বিষয়ে বলে রাখা ভালো ২০২৩ সালে মুক্তি পাওয়া OMG ২ ছবিতে কিন্তু অভিনেতাকে শিবের রূপে দেখা গিয়েছিল। সেখানে তিনি স্বয়ম্ভু গানে রীতিমত চমক লাগিয়েছিলেন।
আরও পড়ুন: 'একটা মানুষ কুকুর হয়ে গেল...' রিসেপশনে মিডিয়া - ড্রাইভারদের অপমান! সাফাই দিয়ে কী বললেন শ্রীময়ী?
আরও পড়ুন: 'অনুপম সব জানত...' প্রাক্তনকে জানিয়েই বিয়ের পিঁড়িতে বসেন পিয়া, গায়কের দাবি 'ভুল', জানালেন পরম
অক্ষয় কুমারের কাছে শিব কে?
অক্ষয় কুমারের কাছে শিবের অর্থ অন্ধকার এবং আলোর একটি দুর্দান্ত মিশেল যা জীবনের বৃত্তকে বোঝায়। তাঁর রোজকার জীবনে শিব শক্তি জোগায় বলেও জানান অভিনেতা। তিনি রোজ শরীর চর্চা করার সময় শিব স্তোত্র পাঠ করেন। সকাল সকাল দেবাদিদেবের নাম করে শুরু করেন।
রোজ সকালে শিবের হন শুনে তাঁর ঘুম ভাঙলে আলাদাই শক্তি পান বলে দাবি অভিনেতার। অক্ষয়ের জীবনের প্রায় প্রতিটি চ্যাপ্টার শিব চালায়, লেখেন বলেই অভিমত তাঁর। তবে শিবের ভক্ত হলেও তিনি কখনও শিবরাত্রির ব্রত পালন করেননি। বা উদযাপন হতেও দেখেননি। কিন্তু একাধিক শিব মন্দিরে গিয়েছেন। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গিয়েছেন অক্ষয়। সেখানে গিয়ে এক অনন্য অনুভূতির সাক্ষী থেকেছেন।