গত বছর ভীষণ ভাবে চর্চায় উঠে এসেছিলেন রাখি সাওয়ান্ত। তিনি তাঁর প্রাক্তন স্বামীর নামে একাধিক অভিযোগ আনেন। বিয়ের কয়েক মাসের মধ্যেই আলাদা হয় তাঁদের পথ। এবার নতুন করে জীবন শুরু করলেন আদিল খান দুরানি। ফের বিয়ে করলেন তিনি। এবার পাত্রী বিগ বস ১২ এর প্রতিযোগী সোমি খান।
আরও পড়ুন: মুখে বন্দে ইন্ডিয়া স্লোগান, বুকে এশিয়া কাপ জয়ের স্বপ্ন, অজয়ের ময়দানের ট্রেলার গায়ে কাঁটা দিল
বিয়ে করলেন রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী
বেশ কয়েকদিন ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে জীবনের দ্বিতীয় ইনিংসের সূচনা করেছেন আদিল খান দুরানি। অবশেষে কল্পনায় সিলমোহর দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করলেন তিনি। তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসতে তাঁদের ঘনিষ্ঠ বন্ধুর এবং নেটিজেনদের একাংশ তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: 'অনুপম সব জানত...' প্রাক্তনকে জানিয়েই বিয়ের পিঁড়িতে বসেন পিয়া, গায়কের দাবি 'ভুল', জানালেন পরম
আদিল এদিন ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের একাধিক ছবি পোস্ট করেন। ঘরোয়া ভাবেই তাঁরা এবার নিকাহ পড়েছেন। এই বিয়ের একাধিক ছবি পোস্ট করে তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন তাঁদের ভালোবাসা, আশীর্বাদের জন্য। লিখেছেন একটা লম্বা পোস্টও।
কী লিখেছেন এদিন আদিল খান দুরানি?
আদিল খান দুরানি এদিন তাঁর পোস্টে লেখেন, 'বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আল্লাহর আশীর্বাদে আমরা আমাদের নিকাহ অনুষ্ঠান খুব সুন্দর ভাবে করতে পেরেছি। আলিমদুল্লিলাহ, আপনাদের সকলের আশীর্বাদের জন্য ধন্যবাদ। আমরা অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করে আছি স্বামী স্ত্রী হিসেবে নতুন সফর শুরু করার জন্য। আমাদের জন্য প্রার্থনা করবেন।'
আরও পড়ুন: ঘর মোরে পরদেশিয়ায় নেচে তাক লাগলেন নীতা আম্বানি, ভাই অনন্তের সঙ্গীতে মাকে সঙ্গ দিলেন ইশাও
আরও পড়ুন: জল্পনায় সিলমোহর, সত্যি সত্যি প্রেম করছেন রোহন - অঙ্গনা? পারোর জন্য দেব লিখলেন, 'আমি তোমার সঙ্গে...
কে কী লিখেছেন?
অর্চনা গৌতম তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। এক নেটিজেন তাঁদের শুভেচ্ছা জানিয়ে লেখেন 'আপনি রাখিকে বিয়ে করেছিলেন না? এসব কেন করেন আপনারা? একজনের সঙ্গে সুখী থাকতে পারেন না?'