বাংলা নিউজ > বায়োস্কোপ > Mukut Serial Controversy: ‘কে বলল জি হুজুরি করেন সবাই!’, মুকুট-বিতর্কে যুধাজিতকে পালটা তোপ ত্বরিতার

Mukut Serial Controversy: ‘কে বলল জি হুজুরি করেন সবাই!’, মুকুট-বিতর্কে যুধাজিতকে পালটা তোপ ত্বরিতার

‘মুকুট’ নিয়ে যুধাজিতের বিরূপ মন্তব্য, এবার প্রতিবাদ ত্বরিতার। 

ব্লুজ প্রোডাকশন নিয়ে বিতর্ক চলছে দিনকয়েক ধরেই। মুকুট থেকে পরপর কাজ ছাড়লেন দুই অভিনেতা। যুধাজিত কাজ ছাড়ার পর সরাসরি আঙুল তুলেছেন প্রযোজনা সংস্থার দিকে। সামাজিক মাধ্যমে প্রতিবাদ ত্বরিতার। 

‘মুকুট’ সিরিয়াল নিয়ে বর্তমানে টলিপাড়ায় চলছে জোর দ্বন্দ্ব। সপ্তাহখানেক আগ এই ধারাবাহিক ছেড়েছিলেন শ্রীপর্ণা রায়। আর শ্রীপর্ণার পর তাতে সামিল হল আরেও একটা নাম- যুধাজিৎ বন্দ্যোপাধ্যায়।  শুধু তাই নয়, মুকুট ছাড়ার পর বিস্ফোরক দাবিও করে বসেন অভিনেতা। তাঁর দাবি, মানসম্মান জলাঞ্জলি দিয়ে সেখানে কাজ করছেন সবাই।

তবে যুধাজিতের সেই কথা ভালো মনে নেননি ত্বরিতা চট্টোপাধ্যায়। নাম না করে যুধাজিতের বিপক্ষেই কথা বলেছেন তিনি। ফেসবুকে ত্বরিতা শুক্রবার লেখেন, ‘আমি ব্লু'জকে এবং দাদা (স্নেহাশিস চক্রবর্তী)-কে চিনি প্রায় ১৩ বছর আর কাজ করছি ৮ বছর। খুব গর্বিত যে এত পুরনো একটি হাউজ এবং কর্ণধার একজন বাঙালি। আমি এটুকু বলব একটি হাউজ এত বছর ধরে এতগুলো ধারাবাহিক করেছে এবং ক্যামেরার সামনে এবং পিছনে তিনি এতগুলো মানুষকে যুক্ত করেছেন এবং এখনও এত মানুষ যুক্ত, তাঁদের প্রতিনিয়ত কাজের চিন্তা এই হাউজ এবং এই মানুষটি করেন। আপনাকে কে বলল যাঁরা এই হাউজে কাজ করেন তাঁরা জি হুজুরি করেন!’

কী বলেছেন যুধাজিৎ মুকুট ছাড়ার পর?

‘মুকুট’- এ নায়কের দাদার চরিত্রে কাজ করছিলেন যুধাজিৎ। অনেকদিন ধরেই দেখা যাচ্ছিল না রমণীমোহন হালদারকে ধারাবাহিকে। তারপর হঠাৎই আসে যুধাজিতের সেই বিস্ফোরক পোস্ট। একসঙ্গে ব্লুজের দুটো মেগায় কাজ করছিলেন তিনি। ‘মুকুট’ আর ‘নায়িকা নম্বর ১’। যুধাজিৎ ফেসবুকে স্নেহাশিসের দিকে পরোক্ষ আঙুল তুলে লেখেন, ‘শিল্পীর মানহানি করে শিল্পকে ভালোবাসার মিথ্যে অভিনয়টা আর সহ্য হলো না। ভালোবেসে কাজটাই শুধু করতে পারি আর সেটুকুই করি। বিদায় অহংকার।’

শুধু তাই নয় টলি ফ্যাক্টসকে যুধাজিৎ জানান, তাঁকে স্পষ্টভাবে কারণ না দেখিয়ে আচমকা বসিয়ে দেওয়া হয়। দুই সিরিয়ালের শ্যুটিংয়ের জন্য ডেট দেওয়া হচ্ছিল না। বারবার প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বলেও কোনও লাভ হয়নি। তাঁর কথায়, ‘অপমানিত হওয়ার আগে আমি ছেড়ে দিলাম। চোখের সামনে দেখেছি অনেক সিনিয়র অভিনেতা কাজ চলে যাওয়ার ভয়ে কিছু বলে না, অপমান গিলে নেয়’। 

মুকুটের নায়িকা শ্রাবণী ভুঁইয়া-র বক্তব্য?

অবশ্য শুধু ত্বরিতা একা নন, যুধাজিতের বিপক্ষে কথা বলেছেন মুকুট-এর নায়িকা শ্রাবণী ভুঁইয়া। তিনিও ফেসবুকে একটি পোস্ট করেন। যাতে যুধাজিতের নাম না করেই লেখেন, ‘আমি বর্তমানে ব্লুজ-এর মুকুট সিরিয়ালে নাম ভূমিকায় অভিনয় করছি। প্রায় পাঁচ বছর ধরে এই প্রতিষ্ঠানে আমি সসম্মানে কাজ করছি এবং আমি অভিনেত্রী হিসাবে নিজেকে ধন্য মনে করি ব্লুজ সংস্থা থেকে নিজের যাত্রা শুরু করে… ব্লুজ-এ প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী সম্মানের সঙ্গে বিনা ভয়ে কাজ করে। শুধু শিল্পী নয়, প্রত্যেক টেকনিশিয়ানকেও আলাদা সম্মান দেওয়া হয়। সবাই খুব নিষ্ঠা মেনেই কাজ করে। মাসের শুরুতে তাঁদের সকলকে পারিশ্রমিকও দিয়ে দেওয়া হয়। ভীষণ ঘরোয়া পরিবেশে কাজ হয়। এমনকী আমরা দেখেছি কেউ কারও সমস্যার কথা বলে যদি কাজ চান, উনি দেন। ট্র্যাকের প্রয়োজনে যদি সেই সিরিয়ালে ডেট না পড়ে, উনি অন্য কোথাও ব্যবস্থা করে দেন। যে বা যারা এই মন্দিরের মতো সংস্থা নিয়ে মিথ্যে কথা রটাচ্ছে তাদেরই নোংরা মানসিকতা প্রকাশ পাচ্ছে। আপনারা এই মিথ্যে রটনা বন্ধ করুন। কারও ভালো না করতে পারলে, অন্তত খারাপ করবেন না।’

বায়োস্কোপ খবর

Latest News

‘ভোর ৫টায় আমি শ্যুটিংয়ে আসতে পারব না….’, সাফ জানিয়ে দেন সলমন! মুখ খুললেন নিখিল আরও গভীর হবে বাংলাদেশের আর্থিক সঙ্কট, আশঙ্কা বিশ্বব্যাঙ্কের চাদরের নীচে বরের আদরে বুঁদ অহনা! মা মানেনি ডিভোর্সি দীপঙ্করকে, না-জানিয়েই বিয়ে বাংলাদেশ সীমান্তে বাঁধ বিতর্কে CM-এর দাবি ‘নস্যাৎ’? প্রশ্ন BSF-এর মন্তব্য ঘিরে ‘প্রেমে পড়ে’ আত্মহত্যা করছেন কোটায় পড়তে আসা পড়ুয়ারা, দাবি শিক্ষামন্ত্রীর! দুবাইতে গলায় বেলুনের মালা পরে নাচ শুভশ্রীর, ‘ফাঁস লেগে যেত তো…,’সাবধান করলেন কে? কেন্দ্রীয় মন্ত্রীর জেলা সফরকে কাজে লাগিয়ে বাড়তি রান করতে গিয়ে বোল্ড TMC বিধায়ক বাংলাদেশে বিস্ফোরণে আহত কাজী নজরুল ইসলামের নাতি, আছেন লাইফ সাপোর্টে রুটের দাপটে বিরাট জয় কার্তিকদের, রিকেলটনের ব্যাটে ডু'প্লেসির লড়াই ব্যর্থ করল MI দক্ষ শ্রমিক নয়, কম টাকায় বিদেশ থেকে ক্রীতদাস আনছেন ইলন মাস্করা!

IPL 2025 News in Bangla

ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.