‘ফেস’-এর নতুন উদ্যোগে সামিল হতে মুম্বই থেকে উড়ে এসেছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। ‘এক মিনিটের নিজস্ব গান’-এর মিউজিক ভিডিয়োয় দেখতে পাওয়া যাবে সঙ্গীত জগতের তাবড় তাবড় শিল্পীদের। উদ্যোক্তা নীল রায়ের আবদার রাখতে এ বার সুর করার পাশাপাশি গানও লিখেছেন জিৎ।
নীল রায়ের আবদার রাখতে এক মিনিটে একটা গানের কথা দিয়েছেন তিনি। সুরকার জিৎ-এর কথায়, নীলের সঙ্গে কথা বলার পরই একটা হুকলাইন তাঁর মাথায় আসে। এর কিছু ক্ষণের মধ্যেই গানটা লিখেও ফেলেন তিনি। ভাবনাটা বেশ চ্যালেঞ্জিং আর অভিনব মনে হয়েছিল সুরকারের। তাঁর কথায়, 'এই গানটা আমার লেখা আমার সুর করা, সঙ্গীতায়োজনও আমার। গেয়েওছি আমি।’
আরও পড়ুন: কেন ইনস্টাগ্রামকে ‘আলবিদা’ জানিয়েছিলেন আদনান সামি? কারণ জানালেন নিজেই
প্রচুর জিঙ্গল করেছেন জিৎ গঙ্গোপাধ্য়ায়। বহুদিন পর জিৎ-ভক্তরা নতুন ‘আইটেম সং’ উপহার পেতে চলেছেন। সোমবার তাঁকে পশ্চিমবঙ্গ সরকার বঙ্গভূষণে ভূষিত করেছে। পুরনো জিনিস অবশ্যই সোনার মতো। তবে নতুন ট্রেন্ড নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে ভালোবাসেন তিনি।